১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
ভারতে স্টিল পাইপ নির্মাতায় হানা—বিড রিগিং তদন্তে তল্লাশি” পান্থকুঞ্জ ও হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেননি চেম্বার আদালত জাতিসংঘের উদ্ভাবন সূচকে শীর্ষ-১০—জার্মানিকে সরিয়ে চীন ইইউর ১৯তম রাশিয়া নিষেধাজ্ঞা প্যাকেজ স্থগিত—পরিধি নিয়ে মতভেদ অ্যামাজনের হার্ডওয়্যার ইভেন্ট ৩০ সেপ্টেম্বর—ইকো, ফায়ার টিভি, কিন্ডলে চমক টিকটক সমাধানে ‘ফ্রেমওয়ার্ক’—যুক্তরাষ্ট্রে চালু রাখতে অরাকলসহ কনসোর্টিয়াম স্কারবরো শোলে ফিলিপাইনি জাহাজে চীনের ওয়াটার ক্যানন রুশ হামলায় জাপোরিঝিয়ায় একজন নিহত, বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত ফেড সুদ কমাতে পারে—এশিয়া শেয়ারে নতুন উত্থান চীনের বৈশ্বিক বন্দর প্রভাব কমাতে যুক্তরাষ্ট্রের বড়সড় সামুদ্রিক উদ্যোগ

শেষ মুহূর্তের গোলে স্পেনকে রুখে দিল এনদ্রিক

  • Sarakhon Report
  • ০৩:৫২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
  • 68

রিয়াল মাদ্রিদের মাঠে ম্যাচটি চলছিল। স্পেন-ব্রাজিল ম্যাচ দেখতে রিয়াল সমর্থকদের চোখ ছিলো একজনার ওপর।

এনদ্রিকের উপর। পিছিয়ে থাকা ব্রাজিল তখন ম্যাচে ফেরার জন্য মরিয়া।

প্রতিপক্ষের প্রান্তে বাড়াচ্ছে চাপ। দলের এমন চাহিদায় দারুণ শটে দেখার মতন গোল করেন এনদ্রিক। ১৭ পেরুনো তরুণ। গোল করলেন টানা দুই আন্তর্জাতিক ম্যাচেই।

আর কদিন পর রিয়ালে যোগ দিতে যাচ্ছেন ব্রাজিলের নতুন তারকা।

এনদ্রিকের ঝলক আর এই দিনে স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচ ৩-৩ গোলে ড্র করেছে ব্রাজিল।

ম্যাচের পর নতুন সেনসেশনকে নিয়ে বড় স্বপ্নের কথা শুনিয়েছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। এনদ্রিককে যত্ন করে ব্যবহারের গুরুত্বও তুলে ধরেছেন তিনি।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে রিয়াল ভক্তদের আশার কথা শোনান দরিভাল, ‘কোন সন্দেহ নেই রিয়াল মাদ্রিদের ভক্তদের জন্য এনদ্রিক অনেক আনন্দ নিয়ে আসবে। তার সামনে দারুণ আগামী, বিস্ময়করভাবে সে পরিপক্ব হয়ে উঠছে।’

দরিভালের কথামতই বার্নাব্যুতে প্রথম মুন্সিয়ানা দেখান এনদ্রিক। ব্রাজিলের জার্সিতে মাটি কামড়ানো দারুণ শটে আলো কাড়েন তিনি। ম্যাচ শেষেও তাই এনদ্রিককে নিয়ে দারুণ আশাবাদ শোনান দরিভাল,  ‘যদি সে তার উন্নতি পরিপূর্ণ করতে পারে তাহলে সে গ্রেটদের একজন হবে।’

ব্রাজিলিয়ান টেলিভিশন গ্লোবোতে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন এনদ্রিকও, সেখানে শুনিয়েছেন জেতার তীব্র তাড়নার কথা,  ‘আমরা সব সময় জিততে চাই। প্রতিটি ম্যাচই জিতব এমন প্রতিশ্রুতি দিচ্ছি না, কিন্তু চেষ্টার কোন ঘাটতি, তাড়নার কোন অভাব রাখতে চাই না।’

 

ইএসপিএন

ভারতে স্টিল পাইপ নির্মাতায় হানা—বিড রিগিং তদন্তে তল্লাশি”

শেষ মুহূর্তের গোলে স্পেনকে রুখে দিল এনদ্রিক

০৩:৫২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪

রিয়াল মাদ্রিদের মাঠে ম্যাচটি চলছিল। স্পেন-ব্রাজিল ম্যাচ দেখতে রিয়াল সমর্থকদের চোখ ছিলো একজনার ওপর।

এনদ্রিকের উপর। পিছিয়ে থাকা ব্রাজিল তখন ম্যাচে ফেরার জন্য মরিয়া।

প্রতিপক্ষের প্রান্তে বাড়াচ্ছে চাপ। দলের এমন চাহিদায় দারুণ শটে দেখার মতন গোল করেন এনদ্রিক। ১৭ পেরুনো তরুণ। গোল করলেন টানা দুই আন্তর্জাতিক ম্যাচেই।

আর কদিন পর রিয়ালে যোগ দিতে যাচ্ছেন ব্রাজিলের নতুন তারকা।

এনদ্রিকের ঝলক আর এই দিনে স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচ ৩-৩ গোলে ড্র করেছে ব্রাজিল।

ম্যাচের পর নতুন সেনসেশনকে নিয়ে বড় স্বপ্নের কথা শুনিয়েছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। এনদ্রিককে যত্ন করে ব্যবহারের গুরুত্বও তুলে ধরেছেন তিনি।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে রিয়াল ভক্তদের আশার কথা শোনান দরিভাল, ‘কোন সন্দেহ নেই রিয়াল মাদ্রিদের ভক্তদের জন্য এনদ্রিক অনেক আনন্দ নিয়ে আসবে। তার সামনে দারুণ আগামী, বিস্ময়করভাবে সে পরিপক্ব হয়ে উঠছে।’

দরিভালের কথামতই বার্নাব্যুতে প্রথম মুন্সিয়ানা দেখান এনদ্রিক। ব্রাজিলের জার্সিতে মাটি কামড়ানো দারুণ শটে আলো কাড়েন তিনি। ম্যাচ শেষেও তাই এনদ্রিককে নিয়ে দারুণ আশাবাদ শোনান দরিভাল,  ‘যদি সে তার উন্নতি পরিপূর্ণ করতে পারে তাহলে সে গ্রেটদের একজন হবে।’

ব্রাজিলিয়ান টেলিভিশন গ্লোবোতে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন এনদ্রিকও, সেখানে শুনিয়েছেন জেতার তীব্র তাড়নার কথা,  ‘আমরা সব সময় জিততে চাই। প্রতিটি ম্যাচই জিতব এমন প্রতিশ্রুতি দিচ্ছি না, কিন্তু চেষ্টার কোন ঘাটতি, তাড়নার কোন অভাব রাখতে চাই না।’

 

ইএসপিএন