নিজস্ব প্রতিবেদক
কূটনীতিক জকি আহাদকে মরিশাসে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমানে চীনের কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করছেন।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
কূটনীতিক জকি আহাদ বিসিএস (পররাষ্ট্রবিষয়ক) ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৯৮ সালে চাকরিতে যোগ দেন।
কূটনীতিক জকি বেইজিং, হেগ, ম্যানচেস্টার ও কলকাতায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
জকি আহাদ ঢাকা সিটি কলেজ থেকে স্নাতক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন।
এ ছাড়া অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি থেকে কূটনীতি ও বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি ।
Sarakhon Report 






















