সারাক্ষণ ডেস্ক
গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণীর কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণ, আন্দোলন দমাতে ছাঁটাই, চাকরিচ্যুতি, হয়রানি, শাস্তিমূলক বদলীর প্রতিবাদে এবং শ্রম আইন অনুযায়ী সমস্ত সুযোগ সুবিধাদী প্রদানের দাবীতে গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণির কর্মচারীগণ দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছে। এর অংশ হিসেবে গত ১২ ফেব্রুয়ারী ২০২৫ইং বুধবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছে।
এরই প্রেক্ষিতে আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসুচি পালিত হয়। অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন মাওলানা ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ হারুন অর রশিদ, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা রাজু আহমেদ, ডক্টরস ফর হেলথ ফোরামের কেন্দ্রীয় সদস্য ডাঃ জয়দীপ ভট্টাচার্য, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন এর কেন্দ্রীয় সদস্য শ্রমিক নেতা ইকবাল কবীর। সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন এর কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা মানস নন্দী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যুগ্ম সম্পাদক প্রকাশ দত্ত।
গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণী কর্মচারী পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি আলাউদ্দিন আল মামুন এর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন তরিকুল ইসলাম তারেক, আশিক মাহমুদ, নিয়ামুল কবির, আপেল মাহমুদ প্রমূখ।
নেতৃবৃন্দ গ্রামীণ ব্যাংকের এই কর্মচারীদের দাবি বাস্তবায়নে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম অধিদপ্তর, অর্থ অধিদপ্তর ও বাংলাদেশ ব্যাংকের দ্রুত যথাযথ পদক্ষেপের দাবি জানান। সেই সঙ্গে গ্রামীণ ব্যাংক তার নিয়োগ নোটিশ, বাংলাদেশের শ্রম আইন এবং আই এল ও কনভেনশনের নীতি পরিপন্থীভাবে এই শ্রমিকদের শ্রম শোষণ করছে। নিয়োগের ৯ মাসের মধ্যেই চাকুরি স্থায়ীকরণের ঘোষণা থাকলেও দীর্ঘ ৩২ বছরেও তা বাস্তবায়ন হয়নি। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনুস এই প্রতিষ্ঠানের বদৌলতে শান্তিতে নোবেল পুরষ্কার পেয়েছেন অথচ তার কর্মীরা আজ বৈষম্যের শিকার। এই বৈষম্য দূর করে এবং দমনপীড়নের পথ পরিহার করে অবিলম্বে গ্রামীণ ব্যাংক নিয়োগ বিধি এবং বাংলাদেশ ব্যাংকের বিধি অনুযায়ী তাদের চাকরি স্থায়ীকরণ ও যাবতীয় সুদিধাদি নিশ্চিতসহ আলোচনার মাধ্যমে সংকট নিরসনের জোর দাবী জানান।
পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ১৮ ফেব্রুয়ারি ২০২৫ইং রোজ মঙ্গলবার বিকাল ৪টায় বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, প্রগতিশীল সমস্ত ছাত্র সংগঠনের সাথে সংগঠনের অস্থায়ী কার্যালয় ২২/১, তোপখানা রোড, ৬ষ্ঠ তলা, ঢাকায় বিকাল ৪টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
একই দাবীতে আগামীকাল ১৮/০২/২০২৫ রবিবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে। উক্ত কর্মসূচিতে আপনার স্বনামধন্য বহুল প্রচারিত জাতীয় দৈনিক/ইলেকট্রনিক মিডিয়ার পক্ষ থেকে একজন সাংবাদি/ফটো সাংবাদিক প্রেরণের অনুরোধ জানাচ্ছি।