সত্যেন্দ্রকুমার বসু
এই অসভ্য হিংস্র যোদ্ধাদলের কিন্তু ধর্মে কিছু কিছু মতি ছিল। হিউএনচাঙের মতে এরা একরকম অগ্নি উপাসক ছিল। কিন্তু বৌদ্ধ ধর্মের উপরও এদের শ্রদ্ধা ছিল। ৫৮০ খৃস্টাব্দে এদের সেই সময়কার সম্রাট টো-পো গান্ধারের ভিক্ষু জিনগুপ্তের প্রভাবে বৌদ্ধধর্ম গ্রহণ করেন।
হিউএনচাঙের সময় সম্রাট ছিলেন-ইয়ারগু তুঙ। ইনি বিচক্ষণ যোদ্ধা ছিলেন। হিউএনচাঙের সঙ্গে সাক্ষাৎ হবার বছর চারেক আগে প্রভাকর মিত্র নামে একজন ধর্মপ্রচারক দশজন সহচরের সঙ্গে নালন্দা থেকে এ’র সভায় আসেন আর সম্রাট তাঁর উপর এত খুশী হন, যে তাঁরা ৬২৬ খৃস্টাব্দে যখন চীনদেশে প্রচার উদ্দেশ্যে যান, তখন অত্যন্ত অনিচ্ছার সঙ্গে তাঁকে ছেড়ে দেন।
(চলবে)