০৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫
২০২৯-এ ফিরছে অ্যানিমেটেড হিট ‘কে-পপ ডেমন হান্টার্স’ ‘টাইটানিক’-এর নেপথ্যের গল্প: চলচ্চিত্র প্রযোজকের স্মৃতিচারণ অভিষেক শর্মার রেকর্ড গড়া ইনিংসে অস্ট্রেলিয়ায় সিরিজ জয় ভারতের জেন জি এখন সুগন্ধি খুঁজছে আলোকে শিল্পে রূপ দেওয়া লিন্ডসি অ্যাডেলম্যান পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ ‘ইনল্যান্ড টাইপ্যান’: প্রাণঘাতী বিষ, শান্ত স্বভাবের এই সরীসৃপের অজানা বিস্ময় কুমিল্লায় দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পুলিশের মৃত্যু রবিবার থেকে কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা ভিয়েতনামী ঔপন্যাসিক ড. ফান কুয়ে মাই শারজাহ বইমেলায় পাঠকদের মুগ্ধ করলেন মংলায় নৌকাডুবিতে নিখোঁজ প্রবাসী নারী পর্যটক

ঈদ সামনে রেখে জমতে শুরু করেছে ফুটপাতের বাজার 

  • Sarakhon Report
  • ০৫:৪৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
  • 53

শিবলী আহম্মেদ সুজন

ঈদকে সামনে রেখে রাজধানীর শপিংমলগুলোতে যেমন ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। এরমধ্যেই রাজধানীর ফুটপাতের দোকান গুলোতে বেচা বিক্রি জমে উঠেছে।

বেলা বাড়ার সাথে সাথে ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। আজ দুপুর ২ টা ৪০ মিনিটে, রাজধানীর বনানীর ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে।

ফুটপাতের দোকানগুলোর ক্রেতা সাধারণত নিম্নআয়ের পাশাপাশি  নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা হয়ে থাকে।

খুব কম দামে নিজেদের পছন্দের পোশাক, গয়না, জুতা, স্যান্ডেল, প্রসাধনীসহ অন্যান্য পণ্য কিনতে ফুটপাত ও খোলা জায়গায় বসানো অস্থায়ী দোকানগুলোতে ভিড় করছেন নিম্নআয়ের মনুষেরা।

কাপড় ব্যবসায়ী মোঃতামিম।

কাপড় ব্যবসায়ী মোঃতামিম বলেন,ঈদের কেনা-কাটা শুরু হলেও ছুটির দিন ছাড়া বিক্রি কম। তবে আমাদের এখানে নিম্নআয়ের লোকজনের পাশাপাশি নিম্নবিত্ত ও মধ্যবিত্ত লোকজন কেনা-কাটার জন্য আসছেন।

শপিংমলের চেয়ে ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে খুব কম দামে ও নিজেদের সাধ্যের মধ্যে ক্রেতারা তাদের কেনা-কাটা করতে পারছে।

ফুটপাতের অধিকাংশ দোকানে ছেলেদের পোশাক বেশি পাওয়া যাচ্ছে। বিক্রি হচ্ছে প্যান্ট, শার্ট, টিশার্ট ও পাঞ্জাবি।

ফুটপাতের অস্থায়ী দোকানদার মোঃ আব্দুল আলীম বলেন, ঈদের বিক্রি সবে মাত্র শুরু হয়েছে । বেচা-বিক্রি মোটামুটি ভালো হচ্ছে।যেমন কেনা-কাটা  বা বিক্রি হচ্ছে এতে আমরা খুবই খুশি । ক্রেতারা আসছে দেখছে,আবার অনেকে কিনছে । তবে আপনি যে পরিমাণে ক্রেতাদের এতো ভিড় দেখছেন সবাই তো আর কিনতে আসেনি ,দেখতেও এসেছে ।আশাকরি ঈদের আগে আমাদের বিক্রি আরো ভালো হবে ।

জনপ্রিয় সংবাদ

২০২৯-এ ফিরছে অ্যানিমেটেড হিট ‘কে-পপ ডেমন হান্টার্স’

ঈদ সামনে রেখে জমতে শুরু করেছে ফুটপাতের বাজার 

০৫:৪৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪

শিবলী আহম্মেদ সুজন

ঈদকে সামনে রেখে রাজধানীর শপিংমলগুলোতে যেমন ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। এরমধ্যেই রাজধানীর ফুটপাতের দোকান গুলোতে বেচা বিক্রি জমে উঠেছে।

বেলা বাড়ার সাথে সাথে ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। আজ দুপুর ২ টা ৪০ মিনিটে, রাজধানীর বনানীর ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে।

ফুটপাতের দোকানগুলোর ক্রেতা সাধারণত নিম্নআয়ের পাশাপাশি  নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা হয়ে থাকে।

খুব কম দামে নিজেদের পছন্দের পোশাক, গয়না, জুতা, স্যান্ডেল, প্রসাধনীসহ অন্যান্য পণ্য কিনতে ফুটপাত ও খোলা জায়গায় বসানো অস্থায়ী দোকানগুলোতে ভিড় করছেন নিম্নআয়ের মনুষেরা।

কাপড় ব্যবসায়ী মোঃতামিম।

কাপড় ব্যবসায়ী মোঃতামিম বলেন,ঈদের কেনা-কাটা শুরু হলেও ছুটির দিন ছাড়া বিক্রি কম। তবে আমাদের এখানে নিম্নআয়ের লোকজনের পাশাপাশি নিম্নবিত্ত ও মধ্যবিত্ত লোকজন কেনা-কাটার জন্য আসছেন।

শপিংমলের চেয়ে ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে খুব কম দামে ও নিজেদের সাধ্যের মধ্যে ক্রেতারা তাদের কেনা-কাটা করতে পারছে।

ফুটপাতের অধিকাংশ দোকানে ছেলেদের পোশাক বেশি পাওয়া যাচ্ছে। বিক্রি হচ্ছে প্যান্ট, শার্ট, টিশার্ট ও পাঞ্জাবি।

ফুটপাতের অস্থায়ী দোকানদার মোঃ আব্দুল আলীম বলেন, ঈদের বিক্রি সবে মাত্র শুরু হয়েছে । বেচা-বিক্রি মোটামুটি ভালো হচ্ছে।যেমন কেনা-কাটা  বা বিক্রি হচ্ছে এতে আমরা খুবই খুশি । ক্রেতারা আসছে দেখছে,আবার অনেকে কিনছে । তবে আপনি যে পরিমাণে ক্রেতাদের এতো ভিড় দেখছেন সবাই তো আর কিনতে আসেনি ,দেখতেও এসেছে ।আশাকরি ঈদের আগে আমাদের বিক্রি আরো ভালো হবে ।