সত্যেন্দ্রকুমার বসু
হিউএনচাঙ তাদের বললেন, ‘আমার এই জঘন্য হেয় শরীর নিয়ে যদি তোমাদের কাজ হয়, তা হলে আমার নিজের কোনো আপত্তি নেই। তবে আমি দূরদেশ থেকে এসেছি তীর্থযাত্রা করতে, শাস্ত্রগ্রন্থ সংগ্রহ করতে, আর ধর্মশিক্ষা করতে।
একাজ আমার সম্পূর্ণ হয় নি। সেই জন্যে, হে দানশীলগণ! আমার ভয় হয়, আমার প্রাণবধ করলে তোমাদের অশেষ দুর্গতি হতে পারে।’ অন্য যাত্রীরাও দস্যুদের মিনতি করল। হিউএনচাঙের বদলে বলি হতে চাইল। কিন্তু দস্যুরা সে কথায় কর্ণপাত করল না।
দলপতির আজ্ঞায় দস্যুরা অশোকবনের মধ্যে থেকে গঙ্গামৃত্তিকা এনে এক বেদী তৈরি করল। তার পর দলপতি দুজন দন্যকে হুকুম করল যে হিউএনচাঙকে বেদীর সামনে এনে খড়গ দিয়ে বলি দেওয়া হোক।
(চলবে)