শুভ জন্মাষ্টমীতে শুভেচ্ছা ও প্রীতি বার্তা
শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের প্রতিও তিনি ভালোবাসা জানান। এ উপলক্ষে দেশবাসীর শান্তি, সমৃদ্ধি, সম্প্রীতি ও সংহতি কামনা করেছেন তিনি।
ধর্মীয় মূল্যবোধে ঐক্যের আহ্বান
শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেওয়া বাণীতে গোলাম মোহাম্মদ কাদের বলেন, পৃথিবীর সব ধর্মই সাম্য, মানবতা, ভ্রাতৃত্ব ও ভালোবাসার বার্তা দেয়। জাতীয় স্বার্থে সবার ঐক্য প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে এবং গণমানুষের কল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তার মতে, সকল বিভেদ ভুলে দেশকে এগিয়ে নেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
পল্লীবন্ধু এরশাদের অবদান স্মরণ
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের কথা স্মরণ করে গোলাম মোহাম্মদ কাদের বলেন, এরশাদের সময় ১৯৮৯ সাল থেকেই ঢাকায় দৃষ্টিনন্দন ও জাঁকজমকপূর্ণ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে। হিন্দু ধর্মাবলম্বীদের উৎসবমুখর জন্মাষ্টমীতে সরকারি ছুটি ঘোষণা করেন এরশাদ। এছাড়া, শ্রীকৃষ্ণের জন্মদিনের উৎসব ও আরাধনা নির্বিঘ্ন করতে তিনি রাষ্ট্রীয় সহায়তার নির্দেশ দেন।
হিন্দু কল্যাণে উদ্যোগ
পল্লীবন্ধু এরশাদ হিন্দু কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠায় নগদ ২ কোটি টাকা বরাদ্দ দেন। পাশাপাশি পূজা-অর্চনা এবং দেশের বিভিন্ন স্থানে মন্দির নির্মাণ ও সংস্কারের জন্য প্রতিবছর বাজেটে অর্থ বরাদ্দ রাখেন।
সফল আয়োজনের কামনা
শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত সব অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হোক—এই কামনা করেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
সারাক্ষণ রিপোর্ট 



















