ঝলমলে সূচনা
বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান তার প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর প্রিভিউ প্রকাশ করেছেন। বুধবার মুম্বাইয়ে আয়োজিত এ অনুষ্ঠানে পরিবারের পাশাপাশি বন্ধু ও সহকর্মীরাও তাকে অভিনন্দন জানিয়েছেন। উপস্থিত ছিলেন শাহরুখ খান, গৌরি খান ও ছোট বোন সুহানা খান।
তারকাদের অভিনন্দন বার্তা
সুহানা খান ইনস্টাগ্রামে প্রিভিউ শেয়ার করে লিখেছেন—“হার্ড হার্ড অ্যান্ড অল হার্ট!! দ্য ব্যাডস অব বলিউড আসছে ১৮ সেপ্টেম্বর। তোমরা প্রস্তুত নও।”
সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানও ইনস্টাগ্রামে লিখেছেন—“আরিয়ান, তারা প্রস্তুত নয় ভাই, তুমি একেবারে জিনিয়াস।”
অভিনেত্রী অনন্যা পাণ্ডে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন—“উফফ! যদি শুধু প্রিভিউ এত মজার হয়, তাহলে পুরো সিরিজ কতটা দারুণ হবে কল্পনা করা যায় না। অভিনন্দন ডিরেক্টর আরিয়ান।” তিনি আরও যোগ করেন—“শাহরুখ খান, গৌরি খান এবং এই অসাধারণ কাস্ট—লক্ষ্য, সাহের বাম্বা, ববি দেওল, রাঘব জুয়ালসহ সবার কাজ দারুণ হয়েছে।”
অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দা প্রিভিউ শেয়ার করে লিখেছেন—“লেট’স গো!!!”
চলচ্চিত্র নির্মাতা করণ জোহর, যিনি সিরিজে একটি ক্যামিওতে অভিনয় করেছেন, ইনস্টাগ্রামে লিখেছেন—“এখানে সবকিছু আছে যা দেখার মতো—এন্টারটেইনমেন্ট এবং ধামাকাদার এন্টারটেইনমেন্ট! আরিয়ান, এটা তোমার সময়। তুমি বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করেছ। এটি একেবারে সুপারহিট হওয়ার মতো।”
অভিনেত্রী মালাইকা অরোরা প্রিভিউ শেয়ার করে হৃদয়ের ইমোজি দিয়ে অভিনন্দন জানিয়েছেন।
‘দ্য ব্যাডস অব বলিউড’: কাহিনি ও শিল্পী তালিকা
এই ওয়েব সিরিজ মূলত বলিউডকে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তুলে ধরেছে। এর মধ্যে আছে অতিরঞ্জিত প্রেম, জমকালো অ্যাকশন ও ইন্ডাস্ট্রির নানা বৈশিষ্ট্যের কার্টুনধর্মী উপস্থাপন।
প্রধান ভূমিকায় অভিনয় করেছেন সাহের বাম্বা ও লক্ষ্য। এছাড়া ববি দেওল, মনোজ পাহওয়া, মোনা সিং, মণীশ চৌধুরী, রাঘব জুয়াল, অন্যা সিং, বিজয়ন্ত কোহলি ও গৌতমি কাপুর রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। বিশেষ উপস্থিতিতে দেখা যাবে সালমান খান ও রণবীর সিংকে।
মুক্তি ও নির্মাণ প্রক্রিয়া
সিরিজটি নেটফ্লিক্সে মুক্তি পাবে আগামী ১৮ সেপ্টেম্বর। প্রযোজনায় রয়েছেন গৌরি খান। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন বিলাল সিদ্দিকি ও মানব চৌহান। পরিচালনা ও চিত্রনাট্যে আরিয়ান খান নিজেও যুক্ত ছিলেন।
এই সিরিজের মধ্য দিয়ে শাহরুখ খানের ছেলে আরিয়ান বলিউডে নতুন এক যাত্রা শুরু করলেন, আর সেই যাত্রার সূচনা তাকে ঘিরে সৃষ্ট উচ্ছ্বাসে আরও আলোচিত হয়ে উঠল।