মস্কো: ভিয়েতনাম ২০২৫ সালের রাশিয়ায় আয়োজিত ইন্টারভিশন আন্তর্জাতিক সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে। রোববার ভোরে ফলাফল ঘোষণা করা হয়। শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের গায়িকা প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোয় ভিয়েতনাম সেরা হিসেবে নির্বাচিত হয়।
রাশিয়ার বিকল্প প্রতিযোগিতা
ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোভিশন থেকে রাশিয়া বহিষ্কৃত হওয়ার পর তারা সোভিয়েত আমলের ইন্টারভিশন গান প্রতিযোগিতা আবার চালু করে। এ প্রতিযোগিতার লক্ষ্য ছিল ‘‘পারিবারিক মূল্যবোধ’’ তুলে ধরা। এবারের আয়োজনের মূল আকর্ষণ ছিল ২৩টি দেশের অংশগ্রহণ, যেগুলো মিলিয়ে বিশ্বের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ছিল চীন, ভারত ও ব্রাজিল। বিজয়ীর জন্য পুরস্কার নির্ধারিত হয়েছিল ৩ কোটি রুবল (প্রায় ৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার)।
বিজয়ীদের তালিকা
প্রতিটি দেশের প্রতিনিধি নিয়ে গঠিত পেশাদার জুরি দল ভিয়েতনামকে সেরা হিসেবে বেছে নেয়। দ্বিতীয় স্থান পায় কিরগিজস্তান, আর তৃতীয় স্থান লাভ করে কাতার। সব গানই নিজ নিজ ভাষায় পরিবেশিত হয়।
রাশিয়ার অংশগ্রহণ
রাশিয়ার প্রতিযোগী ইয়েরোস্লাভ দ্রোনভ, মঞ্চ নাম ‘‘শামান’’, নিজ দেশের আয়োজক হওয়ার কারণে তার পরিবেশনা বিবেচনা না করার অনুরোধ জানান। আয়োজকরা ঘোষণা করেছেন, আগামী বছর প্রতিযোগিতার আয়োজন করবে সৌদি আরব।
সম্প্রচার ও দর্শক
প্রতিযোগিতাটি সরাসরি সম্প্রচার করা হয় রুশ টেলিভিশনে। আয়োজকদের দাবি, ইন্টারনেট এবং অন্যান্য দেশের টেলিভিশন মিলিয়ে ৪০০ কোটিরও বেশি মানুষের কাছে এটি পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বাতিল
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ছিলেন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত গায়িকা ‘‘ভ্যাসি’’। আয়োজকদের মতে, অস্ট্রেলিয়া সরকারের ‘‘অভূতপূর্ব রাজনৈতিক চাপের’’ কারণে শেষ মুহূর্তে তিনি সরে দাঁড়ান। তবে এ বিষয়ে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
উপস্থাপনা ও বৈচিত্র্য
রুশ ভাষার দুই উপস্থাপকের সঙ্গে অনুষ্ঠানে ছিলেন এক ভারতীয় নারী উপস্থাপক (ইংরেজিতে) এবং এক চীনা পুরুষ উপস্থাপক (মান্দারিন ভাষায়)।
পুতিনের শুভেচ্ছা
চূড়ান্ত আসরের সূচনায় ভিডিও বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে। তিনি অংশগ্রহণকারীদের সাফল্য কামনা করেন।