দক্ষিণ সিটি করপোরেশনে সর্বাধিক মৃত্যু
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এ এ বছরের সর্বোচ্চ ডেঙ্গু মৃত্যুর রেকর্ড হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্যানুসারে ১ জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ডিএসসিসি এলাকায় ৮৯ জনের মৃত্যু হয়েছে।
সারাদেশের পরিস্থিতি
বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৫ জন মারা যাওয়ায় চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৭ জনে।
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)-এ দ্বিতীয় সর্বোচ্চ ২৮ জন মারা গেছেন। বরিশালেই এ বছর সর্বোচ্চ ১২৬১৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
ডিএসসিসিতে আক্রান্তের সংখ্যা ৬৭১০ জন, যা দ্বিতীয় সর্বোচ্চ।
মাসভিত্তিক মৃত্যুহার বৃদ্ধি
ডিজিএইচএস জানায়, সেপ্টেম্বর মাসে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। কেবল এ মাসেই ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ৬৫ জন মারা গেছেন। জুলাইয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল এবং আগস্টে ৩৯ জনের।

নতুন আক্রান্তের সংখ্যা
বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৩৮৪১ জনে।
বিভাগভিত্তিক নতুন রোগী
ডিজিএইচএসের তথ্য অনুযায়ী, নতুন রোগী শনাক্ত হয়েছে:
- বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ১৫৮ জন
- চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ১০৬ জন
- ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ১২৬ জন
- ঢাকা উত্তর সিটি করপোরেশনে: ৯৪ জন
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে: ৭৩ জন
- খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ৪১ জন
- ময়মনসিংহ বিভাগে: ৩০ জন
- রংপুর বিভাগে: ৫ জন
- রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ৩৫ জন

হাসপাতালে ভর্তি রোগী
বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ২০১৬ জন রোগী চিকিৎসাধীন আছেন।
আগের বছরের পরিসংখ্যান
গত বছর ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল।
২০২৩ সালে ১৭০৫ জন মারা গিয়েছিলেন, যা ছিল বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।
সেই বছর মোট ৩২১১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এবং ৩১৮৭৪৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন।
ইউএনবি থেকে অনূদিত 



















