অবস্থান স্পষ্ট করল বাংলাদেশ দূতাবাস
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশ দূতাবাস সম্প্রতি ছড়ানো সেই সব খবরকে সম্পূর্ণ অস্বীকার করেছে, যেখানে দাবি করা হয়েছিল যে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা দেওয়া বন্ধ করেছে ইউএই।
সরকারি বিবৃতিতে দূতাবাস জানায়, এই ভুল তথ্য এসেছে একটি অযাচাইকৃত ভিসা প্রসেসিং ওয়েবসাইট থেকে। ইউএই কর্তৃপক্ষ কখনও এমন কোনো সরকারি ঘোষণা দেয়নি।
দূতাবাসের বিবৃতিতে বলা হয়, “ওই ওয়েবসাইটে প্রচারিত তথ্য সঠিক নয়। বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করেনি ইউএই সরকার।”

ওয়েবসাইটের অসংগতিগুলো
দূতাবাস আরও জানায়, যে ওয়েবসাইটটি এ ধরনের তথ্য ছড়াচ্ছে, তার নানা অসঙ্গতি রয়েছে। সাইটটি নিজের ঠিকানা দুবাই বলে দাবি করলেও এর টেলিফোন নম্বর নিবন্ধিত ভারতে। ওয়েবসাইটের মালিকানা ও প্রযুক্তিগত যোগাযোগ যুক্তরাজ্যভিত্তিক, আর রেজিস্ট্রার যুক্তরাষ্ট্রে। এমনকি যে দুবাইয়ের ঠিকানা উল্লেখ করা হয়েছে, সেটি বাস্তবে নেই।
জনমতের প্রতিক্রিয়া
দূতাবাসের বিবৃতিতে আরও বলা হয়, সাধারণ ব্যবহারকারীদের পর্যালোচনায় দেখা গেছে, উক্ত কোম্পানি “অবিশ্বস্ত” এবং “প্রতারণার সুনামধারী” হিসেবে পরিচিত।
ভুল তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান
বাংলাদেশ দূতাবাস সবার উদ্দেশে আহ্বান জানায়—বাংলাদেশে কিংবা ইউএই-তে অবস্থানরত নাগরিকরা যেন এ ধরনের ভুয়া সংবাদে বিভ্রান্ত না হন। পাশাপাশি সংবাদমাধ্যমগুলোকেও অযাচাইকৃত তথ্য প্রকাশের আগে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















