০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
ট্রাম্পের শান্তি-চুক্তি উদযাপনে উল্লাস, কিন্তু নেতানিয়াহুর সঙ্গে মতভেদে জটিল হচ্ছে পথ আলঝেইমার শনাক্তে নতুন দিগন্ত—রক্ত পরীক্ষায় যুগান্তকারী সাফল্য মেক্সিকোতে দুর্যোগ—তীব্র বৃষ্টিপাত ও বন্যায় মৃত ৬৪, নিখোঁজ ৬৫ জন          কেনিয়ার সংসদ পাস করল ক্রিপ্টো আইন—বিনিয়োগ ও ডিজিটাল সম্পদের জন্য নতুন দিগন্ত ওয়াশিংটনে ট্রাম্প–জেলেনস্কি বৈঠক ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচন: আসন বণ্টনে এনডিএ ঐকমত্য—বিজেপি ও জেডিইউ ১০১ করে, চিরাগের দখলে ২৯ ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিস্তার নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সতর্কতা মালয়েশিয়ায় ফ্লু–উদ্বেগ: পেনাংয়ে রোগীর সংখ্যা বাড়ছে, সতর্কতা জারি ও টিকার ওপর জোর অভিযোগ ‘মিথ্যা’, সাবেক সহকারীর বিরুদ্ধে বাস্টা রাইমসের পাল্টা মামলা জাপানে ভালুকের আনাগোনা রেকর্ড, বাড়ছে সতর্কতা

নিসাঙ্কার সেঞ্চুরিও ব্যর্থ—সুপার ওভারে ভারত জিতল

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপ সুপার ফোরের শেষ, ফল নির্ধারণে অপ্রাসঙ্গিক ম্যাচে ভারত ও শ্রীলঙ্কা—দুই দলই ২০ ওভারে ২০২/৫ করে সমতায় থামে। সুপার ওভারে শ্রীলঙ্কা মাত্র ২ রানে ২ উইকেট হারায়; ভারত লক্ষ্য পেরোয় প্রথম বলেই। এতে ভারত টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে যাওয়ার আগে শতভাগ জয়ের ধারা ধরে রাখে।

মূল ঘটনাপ্রবাহ
• শেষ ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ১২ রান। পাথুম নিসাঙ্কা প্রথম বলেই রানার ডেলিভারিতে রিভার্স-স্কুপ করে শর্ট ফাইন-লেগে ভারুণ চক্রবর্তীর হাতে ক্যাচ দেন।
• নির্ধারিত ওভারে ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে আর্শদীপ সিং ধারাবাহিক ইয়র্কার করে শ্রীলঙ্কার রান তাড়াকে থামিয়ে দেন। প্রতিপক্ষ সংগ্রহ করে কেবল ২ রান ও হারায় ২ উইকেট; ভারত জেতে এক বলেই লক্ষ্য ছুঁয়ে।
• শ্রীলঙ্কার রান তাড়ার মেরুদণ্ড ছিল নিসাঙ্কা (১০৭) ও কুশল পেরেরা (৫৮)-এর ৭০ বলে ১২৭ রানের দ্বিতীয় উইকেট জুটি।

ভারতের ব্যাটিং: টপ অর্ডারের ছন্দ ও বুদ্ধিদীপ্ত ব্যাটিং-অর্ডার
• এই এশিয়া কাপে প্রথমবার ২০০—‘মনস্তাত্ত্বিক’ মাইলফলক—ছুঁয়ে ভারত ২০২/৫ তোলে, দুবাইয়ের ধীর আউটফিল্ডের কঠিন প্রেক্ষাপটে এটি গুরুত্বপূর্ণ।
• অভিষেক শর্মা শুরুতেই ছন্দে: ৩১ বলে ৬১। থিকশানাকে ডিপ মিড-উইকেটে ৮৮ মিটার ছক্কা, চামিরার স্লোয়ারে ডাউনে এসে লং-অন পার ছক্কা—পরপর তৃতীয় ফিফটি পান তিনি।
• ব্যাটিং অর্ডার কার্যকর হয়: ৪ নম্বরে তিলক বর্মা (অপরাজিত ৪৯), ৫-এ সঞ্জু স্যামসন। এই জুটি (চতুর্থ উইকেটে) ৪১ বলে ৬৬ তোলে।
• পাওয়ারপ্লেতে ৭১, মধ্য ওভারে আর শিথিলতা নয়—আরও ৭৯; শেষ ৫ ওভারে ৫২—সারা ইনিংসে প্রায় ১০ রান-রেট অটুট থাকে।
• অক্ষর প্যাটেল ইনিংসের শেষ বলে চামিরাকে ওভার-ওয়াইড লং-অন ছক্কা মারেন—ভারতের সপ্তম ছক্কা।
• স্যামসন সীমিত চার-ছক্কায় স্পষ্ট মানসিকতা দেখান; তিলক ঠান্ডা মাথায় ক্লিন-হিটিংয়ে ইনিংস থিতু করেন, শেষ পর্যন্ত ৪৯-এ অপরাজিত।

শ্রীলঙ্কার রান তাড়া: নিসাঙ্কা-পেরেরার ঝলক, কিন্তু শেষে হতাশা
• নিসাঙ্কার তড়িৎ শতক (১০৭) ও পেরেরার ৫৮ ভারতকে চাপে ফেলে। ১২ বলে শেষ দুই ওভার থেকে টানটান সমীকরণে যায় ম্যাচ।
• ভারতের পেস কম্বিনেশন—জাসপ্রিত বুমরাকে বিশ্রাম, শিবম দুবে না থাকায় আর্শদীপ ও রানা—প্রথমবার দুই বিশেষজ্ঞ পেসার নিয়ে নামা হয়।
• রানা তিন ওভারে ৪৪ রান খরচ করেন; আর্শদীপ প্রথম দুই ওভারে ২৬ দিলেও তৃতীয় ওভারে কামিন্দু মেন্ডিসকে আউট করে ফেরেন। ১৯তম ওভারে শেষ বলে চার ছাড়াও বাকিটা কেবল ৭ রান দেন—ম্যাচে ভারতকে ফেরাতে তা ছিল গুরুত্বপূর্ণ।
• শেষ ওভারের প্রথম বলেই নিসাঙ্কার আউট—রানার বলে রিভার্স-স্কুপ, শর্ট ফাইন-লেগে চক্রবর্তীর হাতে ক্যাচ—শ্রীলঙ্কার জন্য সেটাই ম্যাচ-টার্নার। সমতায় শেষমেশ গড়ায় লড়াই।

সুপার ওভারের নাটক
• আর্শদীপ ইয়র্কারের নির্ভুলতায় শ্রীলঙ্কাকে ২ রানে থামান; উইকেট পড়ে ২টি।
• ভারতের জবাবে লক্ষ্য ছোঁয়া হয় প্রথম বলেই—চাপহীনভাবে ম্যাচ জিতে নেয় রোহিত শর্মার দল।

কৌশল ও প্রেক্ষাপট
• ‘ডেড রাবার’ হলেও এই ম্যাচ ভারতকে ফাইনালের মহড়া দিয়েছে; বুমরার মতো প্রধান পেসারকে বিশ্রাম দিয়ে বিকল্প কম্বিনেশন দেখা গেছে।
• ধীর আউটফিল্ডেও ছন্দ না হারানো, মাঝ ওভারে রানের গতি সচল রাখা—এসবই ফাইনালের আগে ইতিবাচক বার্তা।
• ভারত এই জয়ে সুপার ফোর পর্বে পূর্ণ জয় ধরে রাখল; রোববার পাকিস্তানের বিপক্ষে ফাইনাল।

সংক্ষিপ্ত স্কোর
ভারত ২০২/৫, ২০ ওভার: অভিষেক শর্মা ৬১, তিলক বর্মা ৪৯*
শ্রীলঙ্কা ২০২/৫, ২০ ওভার: পাথুম নিসাঙ্কা ১০৭, কুশল পেরেরা ৫৮
ফল: ম্যাচ টাই; সুপার ওভারে ভারত জয়ী

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের শান্তি-চুক্তি উদযাপনে উল্লাস, কিন্তু নেতানিয়াহুর সঙ্গে মতভেদে জটিল হচ্ছে পথ

নিসাঙ্কার সেঞ্চুরিও ব্যর্থ—সুপার ওভারে ভারত জিতল

১১:২৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপ সুপার ফোরের শেষ, ফল নির্ধারণে অপ্রাসঙ্গিক ম্যাচে ভারত ও শ্রীলঙ্কা—দুই দলই ২০ ওভারে ২০২/৫ করে সমতায় থামে। সুপার ওভারে শ্রীলঙ্কা মাত্র ২ রানে ২ উইকেট হারায়; ভারত লক্ষ্য পেরোয় প্রথম বলেই। এতে ভারত টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে যাওয়ার আগে শতভাগ জয়ের ধারা ধরে রাখে।

মূল ঘটনাপ্রবাহ
• শেষ ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ১২ রান। পাথুম নিসাঙ্কা প্রথম বলেই রানার ডেলিভারিতে রিভার্স-স্কুপ করে শর্ট ফাইন-লেগে ভারুণ চক্রবর্তীর হাতে ক্যাচ দেন।
• নির্ধারিত ওভারে ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে আর্শদীপ সিং ধারাবাহিক ইয়র্কার করে শ্রীলঙ্কার রান তাড়াকে থামিয়ে দেন। প্রতিপক্ষ সংগ্রহ করে কেবল ২ রান ও হারায় ২ উইকেট; ভারত জেতে এক বলেই লক্ষ্য ছুঁয়ে।
• শ্রীলঙ্কার রান তাড়ার মেরুদণ্ড ছিল নিসাঙ্কা (১০৭) ও কুশল পেরেরা (৫৮)-এর ৭০ বলে ১২৭ রানের দ্বিতীয় উইকেট জুটি।

ভারতের ব্যাটিং: টপ অর্ডারের ছন্দ ও বুদ্ধিদীপ্ত ব্যাটিং-অর্ডার
• এই এশিয়া কাপে প্রথমবার ২০০—‘মনস্তাত্ত্বিক’ মাইলফলক—ছুঁয়ে ভারত ২০২/৫ তোলে, দুবাইয়ের ধীর আউটফিল্ডের কঠিন প্রেক্ষাপটে এটি গুরুত্বপূর্ণ।
• অভিষেক শর্মা শুরুতেই ছন্দে: ৩১ বলে ৬১। থিকশানাকে ডিপ মিড-উইকেটে ৮৮ মিটার ছক্কা, চামিরার স্লোয়ারে ডাউনে এসে লং-অন পার ছক্কা—পরপর তৃতীয় ফিফটি পান তিনি।
• ব্যাটিং অর্ডার কার্যকর হয়: ৪ নম্বরে তিলক বর্মা (অপরাজিত ৪৯), ৫-এ সঞ্জু স্যামসন। এই জুটি (চতুর্থ উইকেটে) ৪১ বলে ৬৬ তোলে।
• পাওয়ারপ্লেতে ৭১, মধ্য ওভারে আর শিথিলতা নয়—আরও ৭৯; শেষ ৫ ওভারে ৫২—সারা ইনিংসে প্রায় ১০ রান-রেট অটুট থাকে।
• অক্ষর প্যাটেল ইনিংসের শেষ বলে চামিরাকে ওভার-ওয়াইড লং-অন ছক্কা মারেন—ভারতের সপ্তম ছক্কা।
• স্যামসন সীমিত চার-ছক্কায় স্পষ্ট মানসিকতা দেখান; তিলক ঠান্ডা মাথায় ক্লিন-হিটিংয়ে ইনিংস থিতু করেন, শেষ পর্যন্ত ৪৯-এ অপরাজিত।

শ্রীলঙ্কার রান তাড়া: নিসাঙ্কা-পেরেরার ঝলক, কিন্তু শেষে হতাশা
• নিসাঙ্কার তড়িৎ শতক (১০৭) ও পেরেরার ৫৮ ভারতকে চাপে ফেলে। ১২ বলে শেষ দুই ওভার থেকে টানটান সমীকরণে যায় ম্যাচ।
• ভারতের পেস কম্বিনেশন—জাসপ্রিত বুমরাকে বিশ্রাম, শিবম দুবে না থাকায় আর্শদীপ ও রানা—প্রথমবার দুই বিশেষজ্ঞ পেসার নিয়ে নামা হয়।
• রানা তিন ওভারে ৪৪ রান খরচ করেন; আর্শদীপ প্রথম দুই ওভারে ২৬ দিলেও তৃতীয় ওভারে কামিন্দু মেন্ডিসকে আউট করে ফেরেন। ১৯তম ওভারে শেষ বলে চার ছাড়াও বাকিটা কেবল ৭ রান দেন—ম্যাচে ভারতকে ফেরাতে তা ছিল গুরুত্বপূর্ণ।
• শেষ ওভারের প্রথম বলেই নিসাঙ্কার আউট—রানার বলে রিভার্স-স্কুপ, শর্ট ফাইন-লেগে চক্রবর্তীর হাতে ক্যাচ—শ্রীলঙ্কার জন্য সেটাই ম্যাচ-টার্নার। সমতায় শেষমেশ গড়ায় লড়াই।

সুপার ওভারের নাটক
• আর্শদীপ ইয়র্কারের নির্ভুলতায় শ্রীলঙ্কাকে ২ রানে থামান; উইকেট পড়ে ২টি।
• ভারতের জবাবে লক্ষ্য ছোঁয়া হয় প্রথম বলেই—চাপহীনভাবে ম্যাচ জিতে নেয় রোহিত শর্মার দল।

কৌশল ও প্রেক্ষাপট
• ‘ডেড রাবার’ হলেও এই ম্যাচ ভারতকে ফাইনালের মহড়া দিয়েছে; বুমরার মতো প্রধান পেসারকে বিশ্রাম দিয়ে বিকল্প কম্বিনেশন দেখা গেছে।
• ধীর আউটফিল্ডেও ছন্দ না হারানো, মাঝ ওভারে রানের গতি সচল রাখা—এসবই ফাইনালের আগে ইতিবাচক বার্তা।
• ভারত এই জয়ে সুপার ফোর পর্বে পূর্ণ জয় ধরে রাখল; রোববার পাকিস্তানের বিপক্ষে ফাইনাল।

সংক্ষিপ্ত স্কোর
ভারত ২০২/৫, ২০ ওভার: অভিষেক শর্মা ৬১, তিলক বর্মা ৪৯*
শ্রীলঙ্কা ২০২/৫, ২০ ওভার: পাথুম নিসাঙ্কা ১০৭, কুশল পেরেরা ৫৮
ফল: ম্যাচ টাই; সুপার ওভারে ভারত জয়ী