নতুন দায়িত্বে শুভমান গিল
ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিলকে ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে বিসিসিআই। তিনি রোহিত শর্মার জায়গায় দায়িত্ব নিচ্ছেন। আগামী ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়েই শুরু হবে তার নতুন অধ্যায়।
২৫ বছর বয়সী গিল এরইমধ্যে টেস্ট দলের নেতৃত্বে নিজের দক্ষতা দেখিয়েছেন। এবার তিনি ওয়ানডে অধিনায়ক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করবেন। এর আগে নিজের প্রথম হোম টেস্টে দলকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় জয়ের নেতৃত্ব দিয়েছেন তিনি। অন্যদিকে, শ্রেয়াস আইয়ারকে ওয়ানডে দলের সহ-অধিনায়ক করা হয়েছে।
অভিজ্ঞদের রাখা হলেও অনুপস্থিত কয়েকজন
যদিও নেতৃত্বে পরিবর্তন এসেছে, তবে সিনিয়র ব্যাটার রোহিত শর্মা (৩৮) ও বিরাট কোহলি (৩৬) দুজনেই অস্ট্রেলিয়া সফরের দলে রয়েছেন।
তবে ইনজুরির কারণে ওয়ানডে দলে নেই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। পান্ডিয়া চোট পেয়েছেন উরুতে আর পন্থ ভুগছেন ডান পায়ের ফ্র্যাকচারে। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন তরুণ নিখিল কুমার রেড্ডি ও ধ্রুব জুরেল।
এছাড়া যশস্বী জয়সওয়াল দলে ফিরেছেন, তবে অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা বাদ পড়েছেন। পেসার জসপ্রিত বুমরাহকে ওয়ানডে থেকে বিশ্রাম দেওয়া হলেও তিনি টি-টোয়েন্টি সিরিজে ফিরবেন।
ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড
ওয়ানডে দল
শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটকিপার), নিখিল কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, ধ্রুব জুরেল (উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল।
টি-টোয়েন্টি দল
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল (সহ-অধিনায়ক), তিলক বর্মা, নিখিল কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর।
সূচি
ভারতের সফর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে:
- ১৯ অক্টোবর – পার্থ স্টেডিয়াম
- ২৩ অক্টোবর – অ্যাডিলেড ওভাল
- ২৫ অক্টোবর – সিডনি ক্রিকেট গ্রাউন্ড
এরপর ২৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত চলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ক্যানবেরা, মেলবোর্ন, হোবার্ট, গোল্ড কোস্ট ও ব্রিসবেনে।