টানা বৃষ্টিতে উত্তাল তিস্তা, নিচু এলাকায় বিপদের আশঙ্কা
টানা তিন দিনের ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। এতে জেলার নিচু ও নিম্নাঞ্চলগুলোতে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণে পানি উন্নয়ন বোর্ড
পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ব্যারাজ পয়েন্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম জানান, রোববার সন্ধ্যা পর্যন্ত নদীর পানি বিপজ্জনক মাত্রা অতিক্রম করেছে এবং পরিস্থিতি মোকাবিলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, “উজানের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি দ্রুত বাড়ছে। বর্তমানে পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপরে রয়েছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে পানি আরও বৃদ্ধি পেতে পারে, যা আশপাশের নিম্নাঞ্চলে প্লাবনের ঝুঁকি তৈরি করবে।”
তিনি আরও জানান, “আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং নদীতীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছি।”
কৃষিতে ক্ষতির শঙ্কা
তিস্তার পানি বৃদ্ধিতে কৃষকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডা. শেখুল আরেফিন বলেন, “তিস্তার তীরবর্তী এলাকায় বর্তমানে আমন ধান, চাইনিজ বাদাম এবং বিভিন্ন সবজি চাষ হচ্ছে। যদি তিন থেকে চার দিন পানি জমে থাকে, তাহলে এসব ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে।”
প্রশাসনের প্রস্তুতি
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তিস্তার পানি আরও বাড়লে লালমনিরহাট সদর, হাতীবান্ধা ও কালীগঞ্জ উপজেলার বহু নিচু এলাকা প্লাবিত হতে পারে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং প্রয়োজনে ত্রাণ কার্যক্রম চালুর প্রস্তুতিও নেওয়া হয়েছে।