চীন থেকে আমদানি করা পণ্যে অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে এবং নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে তৈরি সব গুরুত্বপূর্ণ সফটওয়্যারের রপ্তানিতেও নিয়ন্ত্রণ জারি করা হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশাল একাউন্টে এ ঘোষণা দিয়েছেন।
শুক্রবার নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ট্রাম্প লিখেছেন, ‘২০২৫ সালের ১ নভেম্বর থেকে (অথবা তার আগেই, চীনের পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করে) যুক্তরাষ্ট্র চীনের ওপর বর্তমানে আরোপিত শুল্কের পাশাপাশি আরও ১০০ শতাংশ অতিরিক্ত ট্যারিফ আরোপ করবে।’
এর আগের এক পোস্টে তিনি ‘চীনা পণ্যে ব্যাপক শুল্ক বৃদ্ধি’র হুমকি দিয়ে বলেন, ‘আমরা এখন এমন একটি নীতির হিসাব-নিকাশ করছি, যার ফলে যুক্তরাষ্ট্রে আসা চীনা পণ্যের ওপর বিশাল শুল্ক আরোপ করা হবে। আরও অনেক পাল্টা ব্যবস্থা বিবেচনাধীন।’
উল্লেখ্য, সেপ্টেম্বরে স্পেনের মাদ্রিদে চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদল নতুন এক দফা আলোচনা করেছে। এর আগে দুই পক্ষের মধ্যে সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও সুইডেনেও বৈঠক হয়।
সিএমজি বাংলা