রাজধানীর শ্যামপুর থানার জুরাইন বাগিচা বাজার এলাকায় ঋণসংক্রান্ত বিরোধের জেরে মো. সাজিব (৩৫) নামে এক ব্যক্তিকে সোমবার বিকেলে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পরিবারের দাবি, ঘটনাটি পূর্বপরিকল্পিত; পুলিশ বলছে, তদন্ত চলছে।
ঘটনার সারসংক্ষেপ
রাজধানীর শ্যামপুর থানার জুরাইন বাগিচা বাজার এলাকায় ঋণসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহতের পরিচয়
নিহতের নাম মো. সাজিব (৩৫)। তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বিক্রমপুরের বাসিন্দা মো. ইয়ার আলীর ছেলে। ঢাকার পোস্টগোলা এলাকার আরসিন গেট এলাকায় বসবাস করতেন এবং শ্যামপুর ওয়াসার কাছে একটি গ্যারেজে গাড়ির ইঞ্জিন মেকানিক হিসেবে কাজ করতেন।
ঋণ-বিতর্কের প্রেক্ষাপট
পরিবারের বরাতে জানা যায়, সম্প্রতি বিয়ের পর বাসা সাজানোর জন্য শাহীন নামের এক ব্যক্তি সাজিবের কাছ থেকে ৬,০০০ টাকা ধার নেন। এই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত হয়।
ঘটনার বর্ণনা (স্বজনের বক্তব্য)
নিহতের ভাগ্নে জাকির হোসেন জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শাহীন ফোন করে সাজিবকে কাজলের দোকানে ডেকে নেন। সেখানে বসানোর পর কিছুক্ষণ পরে শাহীন ফিরে এসে সাজিবের কোমরে ছুরিকাঘাত করেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।
চিকিৎসা ও মৃত্যুর সময়
গুরুতর আহত অবস্থায় সাজিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিকল্পিত হত্যার অভিযোগ
ভাগ্নে জাকিরের দাবি, ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল। তাঁর অভিযোগ, শাহীন ও কাজল মিলেই এই হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করেছেন।
পুলিশের অবস্থান
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
#জুরাইন #ঢাকা #শ্যামপুর_থানা #ছুরিকাঘাত #ঋণবিতর্ক #হত্যা #অপরাধ #বাংলাদেশ #ডিএমসি #পুলিশতদন্ত