ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের অবস্থা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য নায়েক মো. আখতার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।
দুর্ঘটনার স্থান ও সময়
রবিবার তুমব্রু সীমান্তে টহল অভিযানের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে নায়েক আখতার হোসেন আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে প্রথমে রামু সেনানিবাসের হাসপাতালে নেওয়া হয়।
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে সোমবার বিকেলে বিজিবির নিজস্ব হেলিকপ্টারে করে তাঁকে ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হয়। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সেনাবাহিনীর তত্ত্বাবধানে চিকিৎসা
সিএমএইচে ভর্তি হওয়ার পর সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দল তাঁর চিকিৎসা শুরু করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, আখতার হোসেনের অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
#বিজিবি #বান্দরবান #ল্যান্ডমাইনবিস্ফোরণ #ঢাকাসিএমএইচ #সীমান্তনিরাপত্তা #নাইক্ষ্যংছড়ি