রাজধানীর চৌকবাজার এলাকায় শুক্রবার সকালে এক নির্মাণশ্রমিকের মাথায় গাছের ডাল পড়ে মৃত্যু হয়েছে।
নিহতের নাম রুবেল আহমেদ (২৫)। তিনি পটুয়াখালী জেলার বাসিন্দা ও নূর হোসেনের ছেলে। রুবেল ঢাকার মাদারটেক এলাকার কৃষি ব্যাংক লেনে একটি ভাড়া বাসায় থাকতেন।
সহকর্মী নূরউদ্দিন জানান, তারা সকাল ৯টা ৩০ মিনিটে চৌকবাজারের চর রাস্তার মোড়ে একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় কাজ করছিলেন।
ক্রেন দিয়ে মালামাল তোলার সময় একটি দড়ি গাছের ডালের সঙ্গে বাঁধা ছিল। হঠাৎ ডালটি ভেঙে রুবেলের ওপর পড়ে, এতে তিনি গুরুতর আহত হন বলে জানান নূরউদ্দিন।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
মরদেহটি মর্গে পাঠানো হয়েছে বলে তিনি আরও জানান।
#চৌকবাজার #নির্মাণশ্রমিক #দুর্ঘটনা #ঢাকা #সারাক্ষণ_রিপোর্ট