দিওয়ালির উৎসবকে কেন্দ্র করে অভিনেত্রী শিল্পা শেঠি ও তাঁর বোন শমিতা শেঠি রঙ্গোলি বানাতে গিয়ে মেতে উঠলেন উৎসবের আনন্দে। তবে এবার শিল্পা ব্যবহার করলেন এক অভিনব কৌশল, যা দেখে মজার ছলে খোঁচাও দিলেন তাঁর বোন শমিতাকে।
বোনেদের রঙ্গোলি বানানোর ভিডিও ভাইরাল
দিওয়ালির প্রস্তুতি শুরু করতেই শিল্পা ও শমিতা ইনস্টাগ্রামে শেয়ার করলেন এক ভিডিও। সেখানে দেখা যায়, শমিতা বাড়ির দরজার সামনে রঙ দিয়ে হাতে পদ্মফুলের নকশা আঁকছেন ঐতিহ্যবাহী উপায়ে। পাশে বসে থাকা শিল্পা তাঁর দিকে তাকিয়ে মুখে মজার ভঙ্গি করেন এবং তারপর নিজের স্টাইল দেখান।
তিনি একটি ডিজাইন-কাটা ছাঁচ হাতে নেন, তার ওপর রঙ ঢেলে মেঝেতে আলতো করে ঠুকে রঙ্গোলির নকশা তৈরি করেন। কয়েকবার একইভাবে রঙ ছড়িয়ে রঙ্গোলি তৈরি করেন শিল্পা। পরে তাঁরা দরজার সামনে ফুল ও প্রদীপ দিয়ে সাজিয়ে তোলেন ঘরের প্রবেশপথ। ভিডিওর শেষে বোনেরা সবাইকে শুভ দিওয়ালির শুভেচ্ছা জানান।
দর্শকদের ভালোবাসা ও প্রতিক্রিয়া
ভিডিওটি শেয়ার করে তাঁরা ক্যাপশনে লেখেন, “রঙ্গোলি টাইম #colour #diwali #rangoli #sister #love #celebration।” পোস্টটি ঘিরে ভক্তদের উচ্ছ্বাসে ভরপুর মন্তব্যে ভরে যায়। কেউ লিখেছেন, “উৎসব এমনভাবেই ঐতিহ্যের মাধ্যমে পালন করা উচিত।” অন্য একজন লিখেছেন, “শমিতা, তুমি মিষ্টি, আর শিল্পা তুমি একেবারে ওরিজিনাল গ্ল্যামার কুইন।” আরেকজন লিখেছেন, “অনুপ্রেরণাদায়ক দুই বোন।”
দিওয়ালির তাৎপর্য
দিওয়ালি বা দীপাবলি ভারতের অন্যতম বড় উৎসব, যা সারা দেশ ও বিশ্বের ভারতীয় সমাজের মধ্যে ব্যাপকভাবে পালিত হয়। এই উৎসব আলো দিয়ে অন্ধকারের, শুভ দিয়ে অশুভের, আর জ্ঞানের মাধ্যমে অজ্ঞতার পরাজয়ের প্রতীক হিসেবে উদযাপিত হয়।
শিল্পার আসন্ন কাজ
শিল্পা শেঠিকে এবার দেখা যাবে ‘কেডি: দ্য ডেভিল’ নামের অ্যাকশন ড্রামা ছবিতে, যার পরিচালক প্রেম। ছবিটিতে সঞ্জয় দত্ত, ধ্রুব সার্জা, ভি. রবিশঙ্কর, রমেশ আরাভিন্দ, রীশ্মা নানাইয়া ও নোরা ফাতেহিও রয়েছেন।
এই ছবি ১৯৭০–এর দশকের বেঙ্গালুরু-ভিত্তিক সত্য ঘটনার ওপর নির্মিত এবং তা তামিল, কন্নড়, তেলেগু, মালয়ালম ও হিন্দি—সব ভাষায় মুক্তি পাবে। বর্তমানে শিল্পা ‘সুপার ডান্সার চ্যাপ্টার ৫’-এর বিচারক হিসেবে টেলিভিশনে নিয়মিত উপস্থিত হচ্ছেন।
#শিল্পা_শেঠি #শমিতা_শেঠি #দিওয়ালি #রঙ্গোলি #বলিউড #সারাক্ষণরিপোর্ট