বলিউডের কিংবদন্তি কৌতুক অভিনেতা গোবর্ধন আসরানি, যিনি সবার কাছে ‘আসরানি’ নামেই পরিচিত ছিলেন, পরলোকগমন করেছেন। বয়স হয়েছিল ৮৪ বছর। স্বল্প অসুস্থতার পর মুম্বাইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রজন্মপ্রিয় অভিনেতা।
‘শোলে’-র জেলারের হাসিতে গড়া এক যুগ
সত্তর ও আশির দশকে বলিউডে কৌতুক অভিনয়ের স্বর্ণযুগে আসরানি ছিলেন অন্যতম উজ্জ্বল মুখ। তাঁর অনবদ্য অভিনয় ‘শোলে’ সিনেমার বিচিত্র চরিত্র— ব্রিটিশ আমলের সেই জেলারের ভূমিকায়— তাঁকে চিরস্মরণীয় করে রেখেছে। তাঁর বিখ্যাত সংলাপ, “হাম ইংরেজোঁ কে জামান্যে কে জেলর হ্যায়,” আজও দর্শকের মুখে মুখে ফেরে। এই চরিত্রটির অনুপ্রেরণা এসেছিল চার্লি চ্যাপলিনের ‘দ্য গ্রেট ডিক্টেটর’ চলচ্চিত্র থেকে।
শ্বাসকষ্ট ও হাসপাতালে ভর্তি

আসরানির ম্যানেজার বাবুভাই থিব্বা জানিয়েছেন, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে জুহুর ভারতীয় আরোগ্য নিধি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য, তাঁর ফুসফুসে পানি জমে গিয়েছিল। মঙ্গলবার বিকেল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বলিউডে শোকের ছায়া
অভিনেতার প্রয়াণে বলিউডের বিভিন্ন তারকারা শ্রদ্ধা জানিয়েছেন। অক্ষয় কুমার, কাজল ও অনুপম খেরসহ অনেকেই সামাজিক মাধ্যমে আসরানির স্মৃতি ভাগ করে নিয়েছেন। অনুপম খের লিখেছেন,
“প্রিয় আসরানিজি! আপনার উপস্থিতি পৃথিবীটাকে আরও সুন্দর করে তুলেছিল— পর্দায় এবং পর্দার বাইরে। আমরা আপনার শারীরিক উপস্থিতি হারালেও, আপনার হাসি আর সিনেমা আপনাকে চিরজীবী করে রাখবে। ওম শান্তি!”

৩০০টিরও বেশি চলচ্চিত্রে অনন্য উপস্থিতি
পাঁচ দশকেরও বেশি সময়জুড়ে আসরানি অভিনয় করেছেন ৩০০টিরও বেশি চলচ্চিত্রে। ‘নমক হারাম’, ‘গুড়ি’, ‘বাওয়ার্চি’, ‘গোলমাল’, ‘হেরা ফেরি’, ‘চুপ চুপ কে’, ‘হুলচুল’, ‘দেওয়ানে হুয়ে পাগল’ ও ‘ওয়েলকাম’-এর মতো চলচ্চিত্রে তিনি দর্শকদের হাসিয়েছেন ও ছুঁয়েছেন হৃদয়েও।
শেষযাত্রা ও ব্যক্তিগত ইচ্ছা
সন্ধ্যায় সান্তাক্রুজ শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবারের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন সেখানে। ম্যানেজার থিব্বা জানিয়েছেন, আসরানির ইচ্ছা ছিল তাঁর মৃত্যুর খবর জনসমক্ষে না আনা— তাই পরিবার নীরবে অনুষ্ঠান সম্পন্ন করে। মৃত্যুকালে স্ত্রী ও পরিবারকে রেখে গেছেন তিনি।

আসরানি শুধু এক কৌতুক অভিনেতা ছিলেন না— তিনি ছিলেন বলিউডের এক যুগের প্রতীক, যিনি হাসির মধ্য দিয়ে জীবনের আনন্দ ও তীক্ষ্ণ ব্যঙ্গ তুলে ধরেছিলেন। তাঁর অভিনয়চর্চা, সংলাপ এবং সময়জ্ঞান তাঁকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ভারতীয় সিনেমায় তাঁর অবদান অনন্য ও অমর হয়ে থাকবে।
#আসরানি #বলিউড #শোলে #কৌতুকঅভিনেতা #সারাক্ষণরিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 


















