গ্লোবাল স্পাই ইউনিভার্সে ভারতীয় ছোঁয়া
নেটফ্লিক্স নিশ্চিত করেছে—আলিয়া ভাট ও প্রিয়াঙ্কা চোপড়া জোনাস অভিনয় করবেন Citadel: Maya-এ। গল্পে দেখা যাবে এক দশক পর দুই গুপ্তচর আবার মুখোমুখি। পরিচালনায় রাজ ও ডিকে।
স্ট্রিমিংয়ে তারকা জোট
দুই আন্তর্জাতিকভাবে পরিচিত ভারতীয় অভিনেত্রীকে একত্র আনা হচ্ছে নেটফ্লিক্সের দক্ষিণ এশীয় কৌশলের অংশ হিসেবে। Citadel-এর ভারতীয় অধ্যায় সফল হলে এটি থ্রিলার ঘরানায় বৈশ্বিক শীর্ষ ১০-এ প্রবেশ করতে পারে।