আত্মমগ্ন শিল্পযাত্রা
বিটিএস তারকা ভি ডিসেম্বর ২০২৫-এ প্রকাশ করবেন তার সলো ইপি Grey Days ও একইসঙ্গে একটি ২৫ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এতে থাকবে জ্যাজ, আরঅ্যান্ডবি ও মৃদু ভিজ্যুয়াল টোন।
সৃজনশীল মোড়
এটি ভি-এর সবচেয়ে আত্মকেন্দ্রিক কাজ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউরোপীয় লোকেশনে ধারণ করা ফুটেজে দেখা যাবে একা শিল্পীর নিজস্ব সৃষ্টিশীলতা। ভক্তরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন।