মিরপুরে সিরিজ নির্ধারণী ওয়ানডে ম্যাচে দুর্দান্ত সূচনা করে ২৯৬ রানের বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকারের ১৭৬ রানের উদ্বোধনী জুটিই এই ইনিংসের ভিত গড়ে দেয়।
সাইফ ও সৌম্যের রেকর্ড জুটি
বাংলাদেশের ইনিংস শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। সাইফ হাসান ৭২ বলে ৮২ রান করেন, যার মধ্যে ছিল ছয়টি চার ও ছয়টি ছক্কা। অন্যপ্রান্তে সৌম্য সরকার দুর্দান্ত ব্যাটিংয়ে ৯১ রান করে আউট হন, মাত্র নয় রানের জন্য শতক মিস করেন। তার ইনিংসে ছিল সাতটি চার ও চারটি ছক্কা।
দুজনের জুটিতে আসে ১৭৬ রান—যা বাংলাদেশের সাম্প্রতিক ওয়ানডে ইতিহাসে অন্যতম বড় উদ্বোধনী জুটি।
সাত বছরে মিরপুরে সর্বোচ্চ সংগ্রহ
এই ম্যাচে বাংলাদেশের ২৯৬ রান মিরপুরে গত সাত বছরে দলের সর্বোচ্চ ওয়ানডে সংগ্রহ। এ ইনিংসে ব্যাটাররা মিরপুরে এক ম্যাচে সর্বাধিক ১১টি ছক্কা হাঁকিয়ে নতুন রেকর্ড গড়েছেন; এর আগে এই ভেন্যুতে বাংলাদেশের রেকর্ড ছিল ১০টি ছক্কা।
শেষদিকে ধস, তবু চ্যালেঞ্জিং লক্ষ্য
শুরুটা দুর্দান্ত হলেও শেষদিকে উইকেট হারিয়ে বাংলাদেশ ৩০০ রানের গণ্ডি পার হতে পারেনি। শেষ পর্যন্ত দল থামে ২৯৬ রানে।
ওয়েস্ট ইন্ডিজের বোলিং অবদান
ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে আকিল হোসেইন নিয়েছেন চারটি উইকেট, আর আলিক আথানাজে তুলে নিয়েছেন দুটি উইকেট।
বাংলাদেশের ব্যাটাররা মিরপুরে যে আগ্রাসী ব্যাটিং উপহার দিয়েছেন, তা ওয়েস্ট ইন্ডিজের জন্য সহজ চ্যালেঞ্জ নয়। ২৯৬ রানের এই টার্গেট এখন সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের জয়ের আশাকে জিইয়ে রেখেছে।
# বাংলাদেশ_ওয়েস্টইন্ডিজ_ওয়ানডে, মিরপুর_ক্রিকেট, সাইফ_হাসান, সৌম্য_সরকার, বাংলাদেশ_ক্রিকেট, সিরিজ_নির্ধারণী