রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হারমারের দুর্দান্ত বোলিংয়ে বিপর্যস্ত পাকিস্তান। তৃতীয় দিনের শেষে ৯৪ রানে চার উইকেট হারিয়ে ২৩ রানের লিডে আছে স্বাগতিকরা। সিরিজে টিকে থাকতে এখন ভরসা কেবল অধিনায়ক বাবর আজম ও উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের ওপর।
হারমারের স্পিনে ধস নামল পাকিস্তানের ব্যাটিং
বুধবার তৃতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৯৪/৪। সাইমন হারমার ২৬ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে এনে দেন বড় সুবিধা। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ওপেনার ইমাম-উল-হক (৯) ও অধিনায়ক শান মাসুদ (০) দ্রুত ফিরে যান। এরপর আব্দুল্লাহ শফিকও স্লিপে ধরা পড়েন মাত্র ৬ রানে। স্কোর তখন মাত্র ১৬/৩।
হারমার দ্বিতীয় স্পেলে ফিরে এসে সাউদ শাকিলকে ১১ রানে স্লিপে ক্যাচ করিয়ে ভেঙে দেন ৪৪ রানের লড়াই। ইনিংস শেষে বাবর আজম ৪৯* ও মোহাম্মদ রিজওয়ান ১৬* রানে অপরাজিত ছিলেন।
দক্ষিণ আফ্রিকার বিশাল লিড
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে তোলে ৪০৪ রান। সেনুরান মুথুসামি ক্যারিয়ারসেরা ৮৯* ও কাগিসো রাবাদা ৭১ রানের ইনিংস খেলেন। এতে দলটি ৭১ রানের গুরুত্বপূর্ণ লিড পায়। পাকিস্তান প্রথম ইনিংসে করেছিল ৩৩৩।
পাকিস্তানের পক্ষে ৩৮ বছর বয়সে অভিষিক্ত আসিফ আফ্রিদি ছিলেন দুর্দান্ত—৬ উইকেট নিয়ে তিনি টেস্ট ইতিহাসে সবচেয়ে বয়স্ক অভিষেক পাঁচ উইকেটধারী বোলার হিসেবে রেকর্ড গড়েন।
আসিফের রেকর্ডবুকের সাফল্য
৩৮ বছর ৩০১ দিনে টেস্টে অভিষেকে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়ে আসিফ আফ্রিদি ছাড়িয়ে যান ইংল্যান্ডের চার্লস ম্যারিয়টকে, যিনি ১৯৩৩ সালে ৩৭ বছর ৩৩২ দিনে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
রাওয়ালপিন্ডির শুষ্ক উইকেটের টার্নকে কাজে লাগিয়ে আসিফ শুরু থেকেই নিয়ন্ত্রণে রাখেন। দিনের চতুর্থ বলেই কাইল ভেরেইনকে উইকেটকিপার রিজওয়ানের হাতে ক্যাচ করান। এরপর ২৫৬ মিনিট ক্রিজে থাকা ট্রিস্টান স্টাবসকে এলবিডব্লিউ করে সাজঘরে ফেরান ৭৬ রানে। এরপর হারমারকে মাত্র ২ রানে ও নোমান আলি মারকো জানসেনকে ১২ রানে আউট করেন।
মুথুসামির দৃঢ়তা ও রাবাদার ঝড়ো ব্যাটিং
পাকিস্তান একসময় দক্ষিণ আফ্রিকাকে ২২১/৭ এ চাপে ফেললেও শান মাসুদের দ্বিতীয় নতুন বল নেওয়ার সিদ্ধান্ত ঘুরিয়ে দেয় ম্যাচের মোড়। মুথুসামি শেষ দুই উইকেটে ১৬৯ রান যোগ করেন। তিনি কেশব মহারাজের সঙ্গে নবম উইকেটে ৭১ ও রাবাদার সঙ্গে শেষ জুটিতে ৯৮ রান যোগ করেন।
মুথুসামির ইনিংসে ছিল আটটি বাউন্ডারি, আর রাবাদা চারটি ছক্কা ও চারটি চার মেরে ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৭ রানের পুরনো রেকর্ড ভাঙেন।
শেষ লড়াই বাবর-রিজওয়ানের কাঁধে
দুই দিনের খেলা বাকি থাকায় পাকিস্তানের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ—বাবর আজম ও রিজওয়ানকে টিকে থেকে দলের লড়াই বাঁচাতে হবে। সিরিজের প্রথম টেস্টে লাহোরে ৯৩ রানে জিতে এগিয়ে থাকা পাকিস্তান যদি এখানে হার মানে, তবে সিরিজ সমতায় শেষ হবে।
#পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, রাওয়ালপিন্ডি টেস্ট, বাবর আজম, সাইমন হারমার, আসিফ আফ্রিদি, কাগিসো রাবাদা, টেস্ট ক্রিকেট