সকালেই আগুনে দগ্ধ ছয় শ্রমিক
রবিবার সকালে নারায়ণগঞ্জের বিএসসিআইসি শিল্প এলাকায় একটি ডাইং কারখানায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটে সকাল সাড়ে ৮টার দিকে কারখানার নিচতলার বয়লার কক্ষে।
আহতদের পরিচয় ও অবস্থান
দগ্ধদের মধ্যে রয়েছেন আল আমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জলাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) এবং নিরাপত্তা সুপারভাইজার নূর মোহাম্মদ (৩৫)।
বর্তমানে সবাইকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণের বিবরণ
আহত আল আমিন জানান, “আমরা এসএম ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানার বয়লার কক্ষে কাজ করছিলাম। হঠাৎ সকাল সাড়ে ৮টার দিকে গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ধরে যায়, আমরা সবাই দগ্ধ হই। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।”
চিকিৎসকের মন্তব্য
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আহতদের জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, “এখনো তাদের পোড়া অংশের পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি, কারণ ড্রেসিং চলমান আছে।”
প্রেক্ষাপট
সম্প্রতি নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় কারখানায় অগ্নিকাণ্ড ও গ্যাস বিস্ফোরণের ঘটনা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, পুরনো গ্যাসলাইন ও অনিরাপদ বয়লার ব্যবস্থাপনা এসব দুর্ঘটনার অন্যতম কারণ।
#নারায়ণগঞ্জ, গ্যাস বিস্ফোরণ, শ্রমিক দগ্ধ, ডাইং কারখানা, বিএসসিআইসি, বার্ন ইনস্টিটিউট, দুর্ঘটনা
সারাক্ষণ রিপোর্ট 


















