ভোররাতে মাদরাসায় হত্যাকাণ্ড
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার মাখফুনুল উলুম মাদরাসায় ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে তারই সহপাঠী। সোমবার ভোররাতে ঘটে এই মর্মান্তিক ঘটনাটি।
নিহত শিক্ষার্থীর নাম নাজিম উদ্দিন। সে জাহানাবাদ গ্রামের ওবায়েদ উল্লাহর ছেলে।
ছোট কারণে প্রাণঘাতী দ্বন্দ্ব
সোনাইমুড়ি থানার ওসি খোরশেদ আলম জানান, নাজিমের সঙ্গে তার রুমমেট আবু সাঈদ (১৬)—ময়মনসিংহ জেলার রুস্তম আলীর ছেলে—একটি টুপি পরা নিয়ে তর্কে জড়িয়ে পড়ে।
ঘটনার এক পর্যায়ে সোমবার রাত আড়াইটার দিকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে নাজিমের গলা কেটে দেয় সাঈদ।
দ্রুত পুলিশ অভিযান ও স্বীকারোক্তি
মাদরাসার অন্যান্য শিক্ষার্থী ও এক শিক্ষক ঘটনাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আবু সাঈদকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
লাশ হাসপাতালে পাঠানো
নাজিমের মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনায় পুরো মাদরাসা ও স্থানীয় এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া।
# নোয়াখালী, মাদরাসা_হত্যা, শিক্ষার্থী_মৃত্যু, সোনাইমুড়ি, অপরাধ, সারাক্ষণ_রিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 


















