ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকালে তার মরদেহ শারিয়তপুর জেলার নড়িয়া উপজেলার নিজ গ্রাম মক্তারেরচর, পূর্ব পরাগাছায় পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
শারিয়তপুরে দাফন সম্পন্ন
স্থানীয় দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সকালেই আবুল কালামের জানাজা অনুষ্ঠিত হয়। শত শত মানুষ এতে অংশ নিয়ে শোক প্রকাশ করেন। প্রিয়জনকে হারিয়ে পুরো এলাকাজুড়ে শোকের আবহ তৈরি হয়।
জীবনের সংগ্রাম ও পরিবার
প্রায় ২০ বছর আগে বাবা-মা হারিয়ে ভাইবোনদের তত্ত্বাবধানে বড় হন আবুল কালাম। ভালো জীবিকার সন্ধানে ২০১২ সালে তিনি মালয়েশিয়া যান এবং ২০১৮ সালে দেশে ফিরে আসেন।
দেশে ফিরে তিনি পাশের গ্রামের ইরীন আক্তার প্রিয়াকে বিয়ে করেন। তাদের সংসারে দুই সন্তান—৩ বছরের ছেলে আবদুল্লাহ এবং ২ বছরের মেয়ে ফারিহা। আবুল কালাম পরিবারসহ নারায়ণগঞ্জের পাঠানটুলিতে বসবাস করতেন এবং ঢাকার মতিঝিলে একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন।
দুর্ঘটনার মর্মান্তিক মুহূর্ত
রবিবার সকালে প্রতিদিনের মতোই তিনি কর্মস্থলে বের হন। দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে ফার্মগেট এলাকায় হঠাৎ মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে তার মাথায় লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
এই আকস্মিক মৃত্যু রাজধানীবাসীসহ সারাদেশে গভীর শোকের সৃষ্টি করেছে।
প্রশাসনের সহায়তার আশ্বাস
শারিয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. ইমরুল হাসান জানান, নিহতের পরিবারের পাশে প্রশাসন থাকবে এবং প্রয়োজনীয় সব সহায়তা প্রদান করা হবে।
#ট্যাগ: মেট্রোরেল_দুর্ঘটনা, ফার্মগেট, আবুল_কালাম, শারিয়তপুর, বিয়ারিং_প্যাড, ঢাকা_দুর্ঘটনা, সারাক্ষণ_রিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 


















