সিরাজগঞ্জ জেলা কারাগারে মঙ্গলবার সকালে মারা গেছেন এনায়েতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কারাগারে মৃত্যুবরণ
বাচ্চু সিরাজগঞ্জের এনায়েতপুর দরবার শরিফ এলাকার বাসিন্দা ছিলেন। তিনি চলতি বছরের ২৪ এপ্রিল থেকে কারাগারে আটক ছিলেন। তাঁর বিরুদ্ধে চারটি হত্যা মামলা চলছিল, যার মধ্যে একটি ছিল ১৫ জন পুলিশ সদস্য হত্যাকাণ্ড ও এনায়েতপুর থানায় হামলার মামলাও অন্তর্ভুক্ত।
অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু
কারা কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আহমদ মোস্তফা খান বাচ্চু। সঙ্গে সঙ্গে তাঁকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ জেলা কারাগারের সুপার এ এস এম কামরুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, “তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
আওয়ামী লীগ নেতাদের শোক
আহমদ মোস্তফা খান বাচ্চুর মৃত্যুর খবরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা তাঁর অবদান স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
#সিরাজগঞ্জ, আওয়ামী লীগ, আহমদ মোস্তফা খান বাচ্চু, কারাগারে মৃত্যু, এনায়েতপুর, রাজনীতি, সারাক্ষণ রিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 

















