সুন্দরবন ভ্রমণ শেষে ফেরার পথে দুর্ঘটনা
সুন্দরবন থেকে ফেরার পথে মংলায় ভয়াবহ নৌকাডুবির ঘটনায় এক প্রবাসী নারী পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ নারীর নাম রিয়ানা আজাদ (২৮)। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা এবং তৌহিদুল ইসলামের স্ত্রী।
নৌকাডুবির ঘটনা
সুন্দরবন পূর্ব বিভাগের ধানখালী স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুরজিত চৌধুরী জানান, ১৩ জন পর্যটক শুক্রবার রাতে ধানখালীর ম্যানগ্রোভ ভ্যালি রিসোর্টে অবস্থান করেন। শনিবার সকালে তারা মংলার উদ্দেশে একটি নৌকায় যাত্রা করেন।
দুপুরের দিকে ধানখালী খালের মোহনায় প্রবল স্রোতের কারণে নৌকাটি উল্টে যায়। এতে নারী ও শিশুসহ ১৩ জন যাত্রী পানিতে পড়ে যান। স্থানীয়দের সহায়তায় ১২ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও রিয়ানা আজাদ নিখোঁজ হয়ে যান।
তল্লাশি অভিযান চলছে
ঘটনার পর বন বিভাগ, কোস্টগার্ড ও নদী পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তল্লাশি চললেও রিয়ানার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি সুরজিত চৌধুরী।
পরিবারের বক্তব্য
রিয়ানার বাবা আবুল কালাম আজাদ জানান, নৌকাটি প্রবল ঢেউয়ের কারণে উল্টে যায়। তার মেয়ে পেশায় পাইলট ছিলেন, পরে যুক্তরাষ্ট্রে চলে যান এবং বর্তমানে ঢাকার উত্তরা এলাকায় বসবাস করতেন।
#মংলা #সুন্দরবন #নৌকাডুবি #প্রবাসীপর্যটক #রিয়ানা_আজাদ #সারাক্ষণ_রিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 


















