অভিযানের পর উদ্ধার হলো অস্ত্র
কক্সবাজারের উখিয়ার ময়নাঘোনা রোহিঙ্গা ক্যাম্পে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলি। সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এই অভিযান চালায়। ক্যাম্প-১৮ এর এল-০৯ ব্লকের একটি ব্রিজের পাশের রাস্তা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
পুলিশের তৎপরতায় পালালো দুষ্কৃতকারীরা
৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ জানান, খবর পাওয়া যায় যে কিছু অজ্ঞাত দুষ্কৃতকারী অপরাধের পরিকল্পনা নিয়ে ক্যাম্প এলাকায় অবস্থান করছে। খবরের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।
আইনগত প্রক্রিয়া চলছে
অভিযান শেষে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গুলি উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে এগুলো উখিয়া থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
#রোহিঙ্গা_ক্যাম্প #কক্সবাজার #উখিয়া #এপিবিএন #অস্ত্র_উদ্ধার #বাংলাদেশ_পুলিশ
সারাক্ষণ রিপোর্ট 



















