মঙ্গলবার সকালে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বিস্তা রেলওয়ে স্টেশনের কাছে একটি কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় ময়মনসিংহ–নেত্রকোনা–ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে পুলিশ জানায়, সকাল প্রায় ১০টার দিকে ৪৯ বালাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগে। এ সময় কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়।
“ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে,” বলেন ময়মনসিংহ রেলওয়ে থানার কর্মকর্তা-ইন-চার্জ আখতার হোসেন।
আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
ওসি আরও জানান, ক্ষতিগ্রস্ত ইঞ্জিন পরিবর্তনের কাজ চলছে এবং কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।
# ময়মনসিংহ, ট্রেন দুর্ঘটনা, রেল চলাচল বন্ধ, গৌরীপুর, বালাকা কমিউটার ট্রেন
সারাক্ষণ রিপোর্ট 



















