পাকিস্তানের জামিয়াতে উলেমা-ই-ইসলাম (জেইউআই–এফ) প্রধান মৌলানা ফজলুর রহমান বাংলাদেশ বাংলাদেশ সফরে রওনা হয়েছেন। তিনি ধর্মীয়, সংস্কারমূলক ও আধ্যাত্মিক সমাবেশে অংশ নেবেন এবং বিভিন্ন ইসলামি প্রতিষ্ঠানে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
ধর্মীয় ও সংস্কারমূলক সমাবেশে অংশগ্রহণ
জেইউআই–এফ মুখপাত্র জানান, সফরকালে মৌলানা ফজলুর রহমান বাংলাদেশে বেশ কয়েকটি ধর্মীয়, সংস্কারমূলক ও আধ্যাত্মিক সমাবেশে বক্তব্য দেবেন। তিনি আন্তর্জাতিক খতমে নবুওয়াত (সা.) সম্মেলনে প্রধান অতিথি হিসেবেও অংশ নেবেন।
মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠানে উপস্থিতি
তাছাড়া, তিনি দেশের বিভিন্ন ইসলামি মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথাও রয়েছে। তাঁর সম্মানে ঢাকা, সিলেটসহ বিভিন্ন শহরে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হবে বলে জানিয়েছেন দলের মুখপাত্র।
সফরসঙ্গী দলের সিনিয়র নেতারা
এই সফরে মৌলানা ফজলুর রহমানের সঙ্গে রয়েছেন দলের শীর্ষস্থানীয় নেতারা—মৌলানা আবদুল গফুর হাইদারি, মৌলানা আসাদ মাহমুদ, মৌলানা সাঈদ ইউসুফ এবং মুফতি ইবরার আহমেদ।
#বাংলাদেশ #মৌলানা_ফজলুর_রহমান #জেইউআইএফ #ধর্মীয়_সম্মেলন #সারাক্ষণ_রিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 



















