চট্টগ্রামের হাটহাজারীতে টানা ২৪ ঘণ্টার মধ্যে তিনটি অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
সকালে রেললাইনের পাশে মরদেহ উদ্ধার
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে ধলই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মুনিয়াপুকুরের পশ্চিমে রেললাইন সংলগ্ন মুন্সি বাড়ির পাশে একটি ডোবায় ভাসমান অবস্থায় এক বৃদ্ধের মরদেহ পাওয়া যায়। পুলিশ ধারণা করছে, মৃত ব্যক্তির বয়স প্রায় ৬০ বছর।
স্থানীয়রা জানান, সকালে তারা ব্রিজের নিচে মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেন। পরে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
মৃত ব্যক্তি ভিক্ষুক হতে পারেন
থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন বলেন, স্থানীয়দের বক্তব্য অনুযায়ী মৃত ব্যক্তি পেশায় ভিক্ষুক ছিলেন। সোমবার বিকেলেও তাকে এলাকায় ভিক্ষা করতে দেখা গেছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
আগের দিন আরও দুই মরদেহ উদ্ধার
এর এক দিন আগে, সোমবার (১০ নভেম্বর) সকালে হাটহাজারীতে আরও দুটি অজ্ঞাত মরদেহ উদ্ধার হয়।
- সকাল ১০টার দিকে মদুনাঘাট বিদ্যুৎ উপকেন্দ্রের পাশে হালদা নদীর স্লুইসগেটের নিচ থেকে প্রায় ৩০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
- এরপর সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আলমপুর এলাকায় একটি মাছের প্রজেক্টের পাড় থেকে প্রায় ৫৫ বছর বয়সী এক পুরুষের মরদেহ পাওয়া যায়।
তিনজনেরই পরিচয় এখনো শনাক্ত হয়নি বলে জানিয়েছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
এলাকায় আতঙ্ক, সন্দেহ অপরাধচক্রে
টানা তিনটি অজ্ঞাতনামা মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, এসব মৃত্যু হয়তো কোনো দুর্ঘটনা নয়—বরং কোনো অপরাধচক্রের কর্মকাণ্ডের ইঙ্গিত হতে পারে।
#হাটহাজারী #চট্টগ্রাম #অজ্ঞাতনামা_মরদেহ #পুলিশ #অপরাধচক্র #সারাক্ষণ_রিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 



















