০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
ভারত চীন সীমান্তের কাছে নতুন সামরিক ঘাঁটি উদ্বোধন: কৌশলগত সক্ষমতা আরও জোরদার আগে গণভোট, ছাড়া সংসদ নির্বাচনে যাবে না জামায়াত উমর নাবির শেষ দিনের রহস্য: তদন্তে উঠে আসছে নতুন নতুন সূত্র মালয়েশিয়ার পাম অয়েল এত বেশি কেন ব্যবহার হয়? ইসলামাবাদে আত্মঘাতী হামলার পর চরম সতর্কতা—নিরাপত্তা ঘিরে আতঙ্কে নাগরিকরা নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না: যুক্তরাজ্যকে জানালেন অধ্যাপক ইউনূস আফগানিস্তানে ভয়াবহ মানবিক সংকট—ক্ষুধা, ঋণ ও সেবাবঞ্চনায় বিপর্যস্ত ৯০% পরিবার পূর্ব আফ্রিকার মানুষের ক্ষমতায়নে  অবদানের জন্য  সুলতানের মর্যাদাপূর্ণ সম্মাননা কর্মক্ষেত্রে ঝুঁকি বাড়ায়, দেশে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ পালিত অভিযানের আতঙ্কে বদলে যাচ্ছে হিসপ্যানিকদের কেনাকাটার অভ্যাস

নিরাপত্তা নিশ্চিত না হলে রোববার থেকে বিচারকদের কর্মবিরতির ঘোষণা

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন বিচারকদের নিরাপত্তা জোরদার এবং সাম্প্রতিক ঘটনাবলির যথাযথ তদন্তের দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে। দাবি মানা না হলে রোববার থেকে সারা দেশে বিচারকদের কলমবিরতির ঘোষণাও দিয়েছে সংগঠনটি।


বিচারকদের দুই দফা দাবি
১. দেশের সব আদালতে বিচারকদের বাসস্থান, প্রাঙ্গণ, এজলাস এবং যাতায়াতের সময় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
২. রাজশাহীর ঘটনায় নিরাপত্তা অবহেলা ও গ্রেপ্তার আসামিকে আইনবহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করে অপেশাদার আচরণে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

সংগঠনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলামের স্বাক্ষরিত বিবৃতির মাধ্যমে এসব দাবি জানানো হয়।


আলটিমেটাম: ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না হলে আন্দোলন
অ্যাসোসিয়েশন জানায়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিচারকদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তা না হলে রোববার থেকে সারা দেশে বিচারকেরা একযোগে কলমবিরতি পালন করবেন। সেই দিন সবাই কর্মস্থলে কালো ব্যাজও পরবেন।


রাজশাহীতে বিচারকের ছেলের হত্যাকাণ্ড
বৃহস্পতিবার রাজশাহীতে জেলা জজ মোহাম্মদ আবদুর রহমানের ১৭ বছরের ছেলে তাওসিফ রহমান তাঁদের ভাড়া বাসায় ছুরিকাঘাতে নিহত হন।
স্ত্রী তাসমিন নাহার আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
হামলাকারী তাঁদের পরিচিত লিমন মিয়া (৩৫)। তিনি ধস্তাধস্তিতে আহত হয়ে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন।
ঘটনার ১১টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে।

এই হত্যাকাণ্ডে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে বিচারকদের সংগঠন।


নিরাপত্তা ঘাটতি ও দীর্ঘদিনের অভিযোগ
বিবৃতিতে বলা হয়—
– বিচারকদের দায়িত্ব অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও তাঁদের ও তাঁদের পরিবারের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নেই।
– সুপ্রিম কোর্ট থেকে বারবার অনুরোধ পাঠানো হলেও সরকার এ বিষয়ে দৃশ্যমান উদ্যোগ নেয়নি।
– জেলা পর্যায়ে সরকারি আবাসন ও পরিবহনব্যবস্থা সীমিত।
– অনেক বিচারককে চৌকি আদালতে অরক্ষিত ভাড়া বাসায় থাকতে হয়; রিকশা, ভ্যান এমনকি হেঁটেও যাতায়াত করতে হয়।

#বিচারক_নিরাপত্তা #জুডিশিয়াল_সার্ভিস #কলমবিরতি #রাজশাহী_হত্যাকাণ্ড #বাংলাদেশ_বিচারব্যবস্থা

জনপ্রিয় সংবাদ

ভারত চীন সীমান্তের কাছে নতুন সামরিক ঘাঁটি উদ্বোধন: কৌশলগত সক্ষমতা আরও জোরদার

নিরাপত্তা নিশ্চিত না হলে রোববার থেকে বিচারকদের কর্মবিরতির ঘোষণা

০৫:১৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন বিচারকদের নিরাপত্তা জোরদার এবং সাম্প্রতিক ঘটনাবলির যথাযথ তদন্তের দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে। দাবি মানা না হলে রোববার থেকে সারা দেশে বিচারকদের কলমবিরতির ঘোষণাও দিয়েছে সংগঠনটি।


বিচারকদের দুই দফা দাবি
১. দেশের সব আদালতে বিচারকদের বাসস্থান, প্রাঙ্গণ, এজলাস এবং যাতায়াতের সময় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
২. রাজশাহীর ঘটনায় নিরাপত্তা অবহেলা ও গ্রেপ্তার আসামিকে আইনবহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করে অপেশাদার আচরণে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

সংগঠনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলামের স্বাক্ষরিত বিবৃতির মাধ্যমে এসব দাবি জানানো হয়।


আলটিমেটাম: ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না হলে আন্দোলন
অ্যাসোসিয়েশন জানায়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিচারকদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তা না হলে রোববার থেকে সারা দেশে বিচারকেরা একযোগে কলমবিরতি পালন করবেন। সেই দিন সবাই কর্মস্থলে কালো ব্যাজও পরবেন।


রাজশাহীতে বিচারকের ছেলের হত্যাকাণ্ড
বৃহস্পতিবার রাজশাহীতে জেলা জজ মোহাম্মদ আবদুর রহমানের ১৭ বছরের ছেলে তাওসিফ রহমান তাঁদের ভাড়া বাসায় ছুরিকাঘাতে নিহত হন।
স্ত্রী তাসমিন নাহার আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
হামলাকারী তাঁদের পরিচিত লিমন মিয়া (৩৫)। তিনি ধস্তাধস্তিতে আহত হয়ে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন।
ঘটনার ১১টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে।

এই হত্যাকাণ্ডে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে বিচারকদের সংগঠন।


নিরাপত্তা ঘাটতি ও দীর্ঘদিনের অভিযোগ
বিবৃতিতে বলা হয়—
– বিচারকদের দায়িত্ব অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও তাঁদের ও তাঁদের পরিবারের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নেই।
– সুপ্রিম কোর্ট থেকে বারবার অনুরোধ পাঠানো হলেও সরকার এ বিষয়ে দৃশ্যমান উদ্যোগ নেয়নি।
– জেলা পর্যায়ে সরকারি আবাসন ও পরিবহনব্যবস্থা সীমিত।
– অনেক বিচারককে চৌকি আদালতে অরক্ষিত ভাড়া বাসায় থাকতে হয়; রিকশা, ভ্যান এমনকি হেঁটেও যাতায়াত করতে হয়।

#বিচারক_নিরাপত্তা #জুডিশিয়াল_সার্ভিস #কলমবিরতি #রাজশাহী_হত্যাকাণ্ড #বাংলাদেশ_বিচারব্যবস্থা