ভারত ধীরে ধীরে বৈশ্বিক ডিজিটাল মিডিয়া ও সৃজনশীল অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে আসছে। অ্যানিমেশন, ডিজিটাল মিডিয়া ও নতুন প্রযুক্তিনির্ভর খাতে দ্রুত সম্প্রসারণের ফলে দেশের তরুণদের জন্য দেশে ও বিদেশে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানের সুযোগ।
রোজগার মেলায় প্রধানমন্ত্রীর বার্তা
ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোজগার মেলার অষ্টাদশ আসরে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারতের সবচেয়ে বড় শক্তি তার তরুণ জনগোষ্ঠী। সরকার ধারাবাহিকভাবে এমন উদ্যোগ নিচ্ছে, যাতে এই তরুণ শক্তি নতুন নতুন ক্ষেত্রে কাজের সুযোগ পায়। উদ্ভাবন, সৃজনশীলতা ও প্রযুক্তির সমন্বয়ে গড়ে ওঠা খাতগুলো এখন তরুণদের জন্য নতুন কর্মপথ খুলে দিচ্ছে।
/local-samosal/media/media_files/2025/07/17/animation-1-2025-07-17-11-59-43.png)
ডিজিটাল ও অ্যানিমেশন খাতে দ্রুত অগ্রগতি
প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল ভারতের মাধ্যমে একটি নতুন অর্থনীতি গড়ে উঠেছে। অ্যানিমেশন ও ডিজিটাল মিডিয়ার মতো ক্ষেত্রে দ্রুত প্রবৃদ্ধি হচ্ছে এবং এসব খাতে ভারত বৈশ্বিক কেন্দ্রের দিকে এগোচ্ছে। ক্রিয়েটর অর্থনীতিও দ্রুত বিস্তৃত হচ্ছে, যেখানে তরুণরা নতুন সম্ভাবনা খুঁজে পাচ্ছে।
বাণিজ্য চুক্তি ও বৈশ্বিক সুযোগ
মোদি জানান, বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য ও কর্মসংস্থানসংক্রান্ত চুক্তির ফলে ভারতের তরুণদের জন্য আন্তর্জাতিক পর্যায়েও কাজের সুযোগ বাড়ছে। এসব চুক্তি দক্ষ জনশক্তিকে বিশ্ববাজারে যুক্ত করতে সহায়ক হচ্ছে।
![]()
অবকাঠামো ও স্টার্টআপে কর্মসংস্থান
গত কয়েক বছরে আধুনিক অবকাঠামোতে বড় অঙ্কের বিনিয়োগ কর্মসংস্থানের ক্ষেত্র প্রসারিত করেছে। নির্মাণ ও উন্নয়নসংশ্লিষ্ট খাতে বিভিন্ন স্তরে কাজের সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি দ্রুত বাড়ছে ভারতের স্টার্টআপ পরিবেশ, যা নতুন উদ্যোক্তা ও তরুণদের জন্য আরও সম্ভাবনা তৈরি করছে।
কন্যাশিশু দিবসে বিশেষ বার্তা
এদিন জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, কন্যাশিশুর মর্যাদা, সুযোগ ও আশার জীবন নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। একটি উন্নত ভারতের পথে মেয়েদের অবদানকে গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে।

সারাক্ষণ রিপোর্ট 



















