চট্টগ্রামের রাংগুনিয়া উপজেলায় অজ্ঞাত হামলাকারীদের গুলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের এক সাবেক স্থানীয় নেতা নিহত হয়েছেন।
নিহতের পরিচয়
৪০ বছর বয়সী আবদুল মান্নান, দক্ষিণ রাংগুনিয়ার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মো. নজের সৌদাগরের ছেলে। তিনি শ্রমিক দলের সরফভাটা ইউনিয়ন শাখার সাবেক ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
হামলার সময়কার ঘটনা
স্থানীয় সূত্রের বরাতে দক্ষিণ রাংগুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মো. সেলিম জানান, বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে মান্নান খেতরা বাজার থেকে মোটরসাইকেলে করে শীলক গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে অজ্ঞাত হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশের ব্যবস্থা
পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
#tag: চট্টগ্রাম রাংগুনিয়া শ্রমিক_দল গুলিতে_নিহত অপরাধ বাংলাদেশ সংবাদ
সারাক্ষণ রিপোর্ট 



















