মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আবারও একটি স্কুলবাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এ ঘটনায় বাসে ঘুমিয়ে থাকা চালক তাজেস খান (৪৫) গুরুতর দগ্ধ হয়েছেন। রাতের অন্ধকারে ঘটে যাওয়া এই ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।
ঘটনা কখন কোথায় ঘটেছে
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় আগুন লাগানোর ঘটনা ঘটে।
দগ্ধ চালকের অবস্থা
দগ্ধ তাজেস খানের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামে।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
কীভাবে আগুন লাগানো হলো
পুলিশ জানায়, দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পরিবহনের জন্য ব্যবহৃত বাসটি প্রতিদিনের মতো মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ছিল।
রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ভেতরে ঘুমন্ত চালক তাজেস খান দগ্ধ হন।
খবর পেয়ে বরঙ্গাইল হাইওয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
তদন্তের অগ্রগতি

শিবালয় থানার ওসি এসএম আমান উল্লাহ জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে অগ্নিসংযোগকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়াও চলছে।
দুই সপ্তাহে দ্বিতীয় ঘটনা
এর আগে ১০ নভেম্বর শিবালয়ের উথলী এলাকায় পাটুরিয়া সংযোগ মোড়ে পার্কিং করা আরেকটি স্কুলবাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
দুই সপ্তাহে পরপর দুটি অগ্নিসংযোগের ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।
#মানিকগঞ্জ_স্কুলবাস_আগুন অগ্নিসংযোগ শিবালয় চালক_দগ্ধ নিরাপত্তা_পরিস্থিতি
সারাক্ষণ রিপোর্ট 



















