অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক হবে। তরুণ ভোটারদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে ভোটার উপস্থিতিও হবে ব্যাপক।
নির্বাচন নিয়ে সরকারের প্রতিশ্রুতি
এক বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন,
“নির্বাচন হবে অংশগ্রহণমূলক। বিশাল জনসমাগম হবে। লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো ভোট দেবে—কারণ তারা বিগত ১৬ বছরের স্বৈরশাসনের সময়ে তিনটি কারচুপির নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পায়নি।”
তিনি জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং এই নির্বাচন হবে “অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক”।
আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে অবস্থান
অধ্যাপক ইউনূস স্পষ্টভাবে জানান, দেশের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকা থেকেও বাদ দিয়েছে।
ফলে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না।

জুলাই সনদ নিয়ে আলোচনা
প্রধান উপদেষ্টা বলেন, গত বছর জুলাই–আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে অংশ নেওয়া লাখো মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে জুলাই সনদ। এটি বাংলাদেশের ভবিষ্যতের জন্য “এক নতুন সূচনা” হতে যাচ্ছে।
জাতীয় কনসেনসাস কমিশন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের প্রশংসা জানান ব্রিটিশ উন্নয়নমন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান। তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বেরও প্রশংসা করেন।
রোহিঙ্গা সংকট ও মানবিক সহায়তা
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অধ্যাপক ইউনূস বলেন,
“ক্যাম্পে থাকা তরুণদের ভবিষ্যৎ অস্পষ্ট। তারা হতাশ, ক্ষুব্ধ। তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা জরুরি।”
চ্যাপম্যান জানান, যুক্তরাজ্য রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখার গুরুত্বে বিশ্বাসী।
অবৈধ অভিবাসন ও নিরাপদ পথ
যুক্তরাজ্যের আশ্রয় ব্যবস্থার অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন চ্যাপম্যান। তিনি নিরাপদ ও বৈধ অভিবাসনের গুরুত্ব তুলে ধরেন।

অধ্যাপক ইউনূস এ বিষয়ে একমত পোষণ করে বলেন, তার সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বৈধ উপায়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কাজ করছে।
ব্যবসা, বিমান চলাচল ও সমুদ্র গবেষণা সহযোগিতা
বৈঠকে ঢাকা–লন্ডনের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা হয়।
অধ্যাপক ইউনূস জানান, বঙ্গোপসাগরে সামুদ্রিক গবেষণার জন্য বাংলাদেশ যুক্তরাজ্য থেকে একটি গবেষণা জাহাজ ক্রয় করছে।
চ্যাপম্যান বিমান চলাচল খাতে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানান। তিনি জানান, এয়ারবাস ইন্টারন্যাশনালের প্রধান শিগগিরই বাংলাদেশ সফর করবেন।
বৈঠকে উপস্থিত ব্যক্তিরা
বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক উপস্থিত ছিলেন।
# বাংলাদেশ নির্বাচন ২০২৫ | অধ্যাপক_ইউনূস | যুক্তরাজ্য | অন্তর্বর্তী_সরকার | রোহিঙ্গা_সংকট | অভিবাসন | বিমান_ও_সমুদ্র_সহযোগিতা
সারাক্ষণ রিপোর্ট 


















