মালয়েশিয়ার জোহর প্রদেশে একটি প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়ে ১২৩ জন এশীয় অনিবন্ধিত শ্রমিককে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। তাদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও আছেন। দীর্ঘ নজরদারির পর এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান ও আটক
১৪ নভেম্বর ‘অপস মাহির’ নামের অভিযানে কারখানাটিতে হানা দিলে অনেক শ্রমিক পালানোর চেষ্টা করেন এবং গুদামঘরে লুকিয়ে পড়েন। তবে জোহর ইমিগ্রেশন বিভাগ ও মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সির সদস্যরা আগেই সব ঘিরে ফেলায় কেউ পালাতে পারেননি।
আটকদের পরিচয়
২০ থেকে ৪৮ বছর বয়সী আটক শ্রমিকরা এসেছেন বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, ভারত ও পাকিস্তান থেকে। তাদের কেউই বৈধ কর্মপরমিট দেখাতে পারেননি। পরে সবাইকে আরও তদন্তের জন্য সেটিয়া ট্রোপিকা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।
কারখানাটি আগে থেকেই নজরদারিতে
জোহরের স্টেট ইমিগ্রেশন ডিরেক্টর দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কারখানাটিকে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করা হচ্ছিল। তথ্য অনুযায়ী সেখানে বিপুল সংখ্যক অনিবন্ধিত শ্রমিক কাজ করছিলেন।

স্থানীয় কর্মকর্তা গ্রেপ্তার
কারখানার মানবসম্পদ বিভাগের দায়িত্বে থাকা এক স্থানীয় কর্মীকেও আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অনিবন্ধিত শ্রমিক নিয়োগে সহায়তার অভিযোগ রয়েছে।
ইমিগ্রেশনের সতর্কবার্তা
রুশদি বলেন, যেসব মালিক অনিবন্ধিত বিদেশি শ্রমিককে আশ্রয় দিচ্ছেন, তাদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে। তিনি জানান, বিদেশি শ্রমিক ব্যবস্থাপনায় অনিয়ম ঠেকাতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
#tags: বাংলাদেশ মালয়েশিয়া শ্রমিক আটক অভিবাসন অভিযান
সারাক্ষণ রিপোর্ট 


















