একই রাতে পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকায় সড়কে বড় একটি লিচুগাছ ফেলে রাস্তা আটকে দেওয়া হয়। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে কিশোরগঞ্জ–পাকুন্দিয়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে আসা কয়েকজন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সেখানে পৌঁছে সড়কের পাশের লিচুগাছ কেটে ফেলে। ফলে পুরো রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে।
সারাক্ষণ রিপোর্ট 



















