উচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (আইসিটি-১) এক রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। গত বছরের জুলাই-আগস্টের সহিংস গণঅভ্যুত্থানে এক হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটেছিল; সেই সময় সংঘটিত অপরাধের ভিত্তিতেই এই রায় দেওয়া হয়।
সাজা ঘোষণা করতে গিয়ে ট্রাইব্যুনাল আরেকটি অভিযোগে তাকে মৃত্যুপযর্ন্ত কারাদণ্ডও দিয়েছে, যা আলাদা একটি দণ্ড হিসেবে কার্যকর হবে।
ঢাকায় সকাল থেকেই কড়া নিরাপত্তা ছিল, কারণ আদালত হাসিনা সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করতে যাচ্ছিল। আদালতকক্ষে ছিল অতিরিক্ত পুলিশ, র্যাব এবং গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতি।
এই রায় ঘোষণা করেন তিন সদস্যের ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন।
#Bangladesh #Politics #CourtVerdict
সারাক্ষণ রিপোর্ট 



















