উত্তরা আর্মি ক্যাম্পের সদস্যরা রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল ও কয়েকটি ক্রুড বোমা উদ্ধার করেছে। ঘটনাটি সোমবার সকালে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনের বগিতে ঘটে।
উদ্ধারের ঘটনা
সোমবার সকালে একতা এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগিতে তল্লাশি চালায় সেনাবাহিনী। তল্লাশির সময় একটি চালের বস্তা থেকে দেশীয় পিস্তল ও কয়েকটি ক্রুড বোমা পাওয়া যায়। উত্তরা আর্মি ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
আটক ও জিজ্ঞাসাবাদ
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য উত্তরা আর্মি ক্যাম্পে নেওয়া হয়েছে।
পরবর্তী পদক্ষেপ
কারা এই নাশকতার প্রচেষ্টার সঙ্গে যুক্ত ছিল তা শনাক্তের চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।
#Bangladesh #Security #Crime
সারাক্ষণ রিপোর্ট 



















