০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
চীন সফরে জার্মান অর্থমন্ত্রী: বাণিজ্য ঘাটতি, রেয়ার আর্থ সংকট ও ভূ-রাজনৈতিক টানাপোড়েনে নতুন উত্তেজনা রাশিয়ার নোভোরোসিস্ক বন্দর আবারও তেল রফতানি শুরু করেছে  সাফা কবির: আলো-অন্ধকার ছুঁয়ে উঠে আসা এক তারকার আত্মজয়ের গল্প বিশাল উলি ম্যামথ ‘ইউকা’র জমাট দেহে চমকপ্রদ আবিষ্কার জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ মরমন স্ত্রীদের গোপন জীবন: আমেরিকার সাংস্কৃতিক বাস্তবতার প্রতিচ্ছবি আইফোন পকেট: স্টাইলিশ নাকি অর্থের অপচয়? নস্ট্যালজিয়ায় জোয়ার—বয়স্কদের লেগো-ক্রেজ বাড়াচ্ছে নতুন প্রবণতা বাংলাদেশ সীমান্তে ভারত কেন শক্তি বৃদ্ধি করছে? ধানমন্ডি ৩২–এ বুলডোজার যাওয়ায় ক্ষোভ, দলটিকে ‘রাজাকার’ বললেন শাওন

বরিশালে দ্বিতীয় দিনে বাস চলাচল বন্ধ

পরিস্থিতির সারসংক্ষেপ

বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল পরপর দ্বিতীয় দিনও (সোমবার, ১৭ নভেম্বর) বন্ধ রয়েছে। এতে হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

পটভূমি: ভাঙচুরের ঘটনায় বন্ধ পরিবহন

শনিবার রাত (১৫ নভেম্বর) বিএম কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অর্ধেক ভাড়া নিয়ে বিরোধের জেরে পরিবহন শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাধে। অভিযোগ আছে, ক্ষুব্ধ শিক্ষার্থীরা টার্মিনালে হামলা চালিয়ে ১৫০টির বেশি বাস ভাঙচুর করেন।

বরিশালে ১৬ রুটে বাস চলাচল বন্ধ, রোববার পুরো বিভাগ...

বাস মালিকদের দাবি

বাস মালিকদের মতে, ভাঙচুরের পর একটি বাসও চালানোর অবস্থায় নেই।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন বলেন,

“আমাদের প্রায় সব বাসই ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিপূরণ না পেলে আমরা এসব যান মেরামত করে আবার রাস্তায় নামাতে পারব না। কলেজ কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ চেয়েছি।”

ঘটনার শুরু

শনিবার রাতে এক বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। এরপর কয়েকশ’ বিএম কলেজ শিক্ষার্থী টার্মিনালে ঢুকে বাস, টার্মিনাল ভবন এবং কাউন্টার ভাঙচুর করেন।

বরিশালে সব রুটে বাস চলাচল বন্ধ

যাত্রীদের ভোগান্তি

রবিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ হওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

সোমবার টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়, অনেকেই বাস না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। কেউ কেউ বিকল্প হিসেবে তিন চাকার যান বা মোটরসাইকেলে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

দীর্ঘ রুটে চলাচল স্বাভাবিক

তবে বরিশাল–ঢাকা সহ দূরপাল্লার বাস রুটগুলো স্বাভাবিকভাবে চলছে।

 

#Bangladesh #Transport

জনপ্রিয় সংবাদ

চীন সফরে জার্মান অর্থমন্ত্রী: বাণিজ্য ঘাটতি, রেয়ার আর্থ সংকট ও ভূ-রাজনৈতিক টানাপোড়েনে নতুন উত্তেজনা

বরিশালে দ্বিতীয় দিনে বাস চলাচল বন্ধ

০৩:৪০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

পরিস্থিতির সারসংক্ষেপ

বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল পরপর দ্বিতীয় দিনও (সোমবার, ১৭ নভেম্বর) বন্ধ রয়েছে। এতে হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

পটভূমি: ভাঙচুরের ঘটনায় বন্ধ পরিবহন

শনিবার রাত (১৫ নভেম্বর) বিএম কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অর্ধেক ভাড়া নিয়ে বিরোধের জেরে পরিবহন শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাধে। অভিযোগ আছে, ক্ষুব্ধ শিক্ষার্থীরা টার্মিনালে হামলা চালিয়ে ১৫০টির বেশি বাস ভাঙচুর করেন।

বরিশালে ১৬ রুটে বাস চলাচল বন্ধ, রোববার পুরো বিভাগ...

বাস মালিকদের দাবি

বাস মালিকদের মতে, ভাঙচুরের পর একটি বাসও চালানোর অবস্থায় নেই।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন বলেন,

“আমাদের প্রায় সব বাসই ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিপূরণ না পেলে আমরা এসব যান মেরামত করে আবার রাস্তায় নামাতে পারব না। কলেজ কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ চেয়েছি।”

ঘটনার শুরু

শনিবার রাতে এক বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। এরপর কয়েকশ’ বিএম কলেজ শিক্ষার্থী টার্মিনালে ঢুকে বাস, টার্মিনাল ভবন এবং কাউন্টার ভাঙচুর করেন।

বরিশালে সব রুটে বাস চলাচল বন্ধ

যাত্রীদের ভোগান্তি

রবিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ হওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

সোমবার টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়, অনেকেই বাস না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। কেউ কেউ বিকল্প হিসেবে তিন চাকার যান বা মোটরসাইকেলে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

দীর্ঘ রুটে চলাচল স্বাভাবিক

তবে বরিশাল–ঢাকা সহ দূরপাল্লার বাস রুটগুলো স্বাভাবিকভাবে চলছে।

 

#Bangladesh #Transport