রাজধানীর উত্তরা এলাকায় একটি খাল থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে, এবং হত্যাকাণ্ডটি উদ্দেশ্যপ্রণোদিত বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর উত্তরা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২০ বছর।
সোমবার (১৭ নভেম্বর) বিকালে উত্তরা ১৭ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।
তিনি জানান, অজ্ঞাত দুষ্কৃতকারীরা ওই যুবককে হত্যা করে ফেলে রেখে যায়। সংবাদ পেয়ে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিচয় জানার ও অপরাধীদের শনাক্তে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
#tags: উত্তরা হত্যা গলাকাটা অপরাধ ঢাকা পুলিশ ক্রাইম নিউজ
সারাক্ষণ রিপোর্ট 



















