সোমবার রাত আটটার দিকে ফেনী শহরের মাস্টারপাড়া এলাকায় সাবেক সংসদ সদস্য ও স্থগিত হওয়া আওয়ামী লীগ জেলা সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন হাজরীর বাড়িতে আগুন দেন বিক্ষুব্ধরা। এর কিছুক্ষণ আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে।
কীভাবে আগুন দেওয়া হয়
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা বাড়ির গেট ও সীমানা প্রাচীরে আগুন ধরিয়ে দেন। বাড়িটি আগের হামলায় ক্ষতিগ্রস্ত ছিল, তাই নতুন করে বড় ধরনের ক্ষতি হয়নি।
বিক্ষোভকারীরা নাজিম হাজরীসহ অন্যদের শাস্তির দাবিতে স্লোগান দিতে দিতে কাঠ ও বাঁশ জড়ো করে প্রধান গেটের সামনে আগুন ধরান। তবে কেউ বাড়িতে প্রবেশ করতে পারেনি।
বিক্ষোভকারীদের অবস্থান
ফেনীর ছাত্র নিপীড়নবিরোধী ছাত্র ঐক্যের (SAD) সাবেক সমন্বয়ক মুহাইমিন তাজিম বলেন,
“আগে আওয়ামী লীগ কর্মীদের আগুন-সন্ত্রাস, বিশেষ করে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে হামলার ঘটনায় কোনও আইনি ব্যবস্থা না নেওয়ায় এমন হামলা বারবার ঘটছে। প্রশাসনের ব্যর্থতার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি।”
তিনি আরও দাবি করেন, ফেনীতে ছাত্রদের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার করতে হবে, যেমনটি ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে রায়ে করেছে।
আরেক সাবেক সমন্বয়ক ওমর ফারুক বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার প্রতিক্রিয়াতেই নাজিম হাজরীর বাড়িতে এই হামলা হয়েছে। তাঁর দাবি, নাজিম হাজরী ও শুশেনের বিরুদ্ধেও একই ধরনের রায় হওয়া উচিত।
শুশেন ফেনী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান।

ফেনী কলেজ গেট এলাকায় ভাঙচুর
এর আগে সন্ধ্যায় ফেনী সরকারি কলেজ গেটের কাছে আওয়ামী লীগ নেতাদের ছবি ও নামযুক্ত সাইনবোর্ডে বিক্ষোভকারীরা ভাঙচুর ও রং ছিটানোর ঘটনা ঘটান।
নিরাপত্তা জোরদার
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করে। পরিস্থিতি এখন শান্ত। তিনি বলেন, গেটের সামান্য অংশ পুড়েছে, বড় ক্ষতি হয়নি।
গত বছরের ৫ আগস্টও এই একই বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
প্রেক্ষাপট: শেখ হাসিনা ও কামালের রায়
সোমবার এর আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত গণহত্যার অভিযোগে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন।
#tag: ফেনী_হামলা ফায়ার_ইনসিডেন্ট নাজিম_হাজরী রাজনৈতিক_সহিংসতা বাংলাদেশ_সংবাদ
সারাক্ষণ রিপোর্ট 



















