দেশের মোবাইল ফোন ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) ঘোষণা করেছে, সংগঠনের নেতা ও সুমাশ টেকের সিইও আবু সায়েদ পিয়াসকে ‘ডিবির হাতে আটক’ করার প্রতিবাদে বুধবার থেকে সারাদেশে সব মোবাইল ফোন বিক্রয়কেন্দ্র বন্ধ থাকবে। পিয়াসকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুমকিও দেওয়া হয়েছে।
উদ্বেগের কেন্দ্রবিন্দু: পিয়াসের আটক
মঙ্গলবার গভীর রাতে মিরপুর-১ এলাকার বাসা থেকে ডিবি পরিচয়ে কিছু লোক পিয়াসকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।
তার স্ত্রী সুমাইয়া চৌধুরী জানান, রাত প্রায় ৩টার দিকে ডিবি পরিচয়ে কিছু ব্যক্তি বাসায় ঢুকে তার স্বামীকে নিয়ে যান। এসময় তারা পিয়াসের মোবাইল ফোনটিও নিয়ে যায়।
এমবিসিবির প্রতিক্রিয়া
বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)তে সংবাদ সম্মেলনে এমবিসিবির নেতারা দোকান বন্ধ রাখার ঘোষণা দেন। তারা বলেন, বুধবারের মধ্যে পিয়াসকে মুক্তি না দিলে সারাদেশে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
পুলিশের নীরবতা
এ ঘটনায় ডিবি বা পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
#বাংলাদেশ মোবাইল_ব্যবসা ডিবি সুমাশ_টেক আটক আন্দোলন
সারাক্ষণ রিপোর্ট 



















