০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
চীনের সঙ্গে কূটনৈতিক উত্তেজনায় জাপানি সামুদ্রিক পণ্যের আমদানি স্থগিতের ইঙ্গিত বাবর ও রিজওয়ানের র‌্যাঙ্কিং উন্নতি আধুনিক শিল্পে রেকর্ড—ক্লিম্টের চিত্রকর্ম বিক্রি ২৩৬.৪ মিলিয়ন ডলারে আইটি শেয়ারের উত্থান ও বিদেশি প্রবাহে বাজারে নতুন গতি আর্থিক সংকটে এয়ার ইন্ডিয়ার নতুন দাবি: পাকিস্তান আকাশপথ বন্ধ, বিকল্প পথ চেয়ে চীনের কাছে লবিং নেক্সপেরিয়ায় হস্তক্ষেপ স্থগিত করে চীনের সঙ্গে আলোচায় ফিরছে নেদারল্যান্ডস স্পেনে দূর-ডানপন্থার উত্থান: ফ্রাঙ্কোর মৃত্যুর ৫০ বছর পর আবারও উঠছে তার ছায়া যুক্তরাষ্ট্রে আরো উষ্ণ অভ্যর্থনা পেলেন সৌদি যুবরাজ পশ্চিম ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২৬ জন নিহত হোয়াইট হাউসে নৈশভোজে সৌদি যুবরাজকে সম্মাননা, যুক্তরাষ্ট্রের প্রধান অ-ন্যাটো মিত্রের মর্যাদা পাচ্ছে সৌদি আরব

গাজীপুরে কলোনিতে দাওয়াল আগুন—মিনিটেই ছাই শতাধিক শ্রমিকঘর

গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় টিনশেড শ্রমিক কলোনিতে হঠাৎ ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় শতাধিক ঘর। সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছে শ্রমজীবী পরিবারগুলো।


গাজীপুরের মহানগরীর কোনাবাড়ীর জরুন এলাকায় একটি টিনশেড কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে অন্তত ১০০টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। বুধবার (১৯ নভেম্বর) বিকাল ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, রুমেল পাঠানের টিনশেড কলোনির একটি কক্ষ থেকে হঠাৎ আগুন শুরু হয়। মুহূর্তেই আগুন আশপাশের কক্ষে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করলেও দ্রুত তীব্রতা বাড়তে থাকায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিস ও সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কলোনির পোশাকশ্রমিক শাহ আলম বলেন, ‘আমি কাজে ছিলাম। হঠাৎ ফোনে জানতে পারি ঘরে আগুন লেগেছে। ছুটে এসে দেখি আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে গেছে।’

আরেক পোশাকশ্রমিক রহিমা বেগম জানান, ‘কয়েকদিন আগে বেতন পেয়েছি। সব টাকা ঘরেই ছিল। এখনও বাড়িতে পাঠাতে পারিনি। সব পুড়ে গেল। এখন কী করবো কিছুই বুঝতে পারছি না।’

কলোনির মালিক রুমেল পাঠান বলেন, ‘আমার টিনশেড কলোনির ১০০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। কোনও ঘর থেকে কিছুই বের করা যায়নি। আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা এসব ঘরে থাকতেন।’

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, ‘প্রথমে মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সারাবোর আরও দুটি ইউনিট যোগ দেয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।’


#tags: সারাক্ষণ_রিপোর্ট | গাজীপুর_আগুন | কলোনি_অগ্নিকাণ্ড | কোনাবাড়ী | ফায়ার_সার্ভিস | শ্রমিক_বাসস্থান

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে কূটনৈতিক উত্তেজনায় জাপানি সামুদ্রিক পণ্যের আমদানি স্থগিতের ইঙ্গিত

গাজীপুরে কলোনিতে দাওয়াল আগুন—মিনিটেই ছাই শতাধিক শ্রমিকঘর

১১:১৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় টিনশেড শ্রমিক কলোনিতে হঠাৎ ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় শতাধিক ঘর। সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছে শ্রমজীবী পরিবারগুলো।


গাজীপুরের মহানগরীর কোনাবাড়ীর জরুন এলাকায় একটি টিনশেড কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে অন্তত ১০০টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। বুধবার (১৯ নভেম্বর) বিকাল ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, রুমেল পাঠানের টিনশেড কলোনির একটি কক্ষ থেকে হঠাৎ আগুন শুরু হয়। মুহূর্তেই আগুন আশপাশের কক্ষে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করলেও দ্রুত তীব্রতা বাড়তে থাকায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিস ও সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কলোনির পোশাকশ্রমিক শাহ আলম বলেন, ‘আমি কাজে ছিলাম। হঠাৎ ফোনে জানতে পারি ঘরে আগুন লেগেছে। ছুটে এসে দেখি আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে গেছে।’

আরেক পোশাকশ্রমিক রহিমা বেগম জানান, ‘কয়েকদিন আগে বেতন পেয়েছি। সব টাকা ঘরেই ছিল। এখনও বাড়িতে পাঠাতে পারিনি। সব পুড়ে গেল। এখন কী করবো কিছুই বুঝতে পারছি না।’

কলোনির মালিক রুমেল পাঠান বলেন, ‘আমার টিনশেড কলোনির ১০০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। কোনও ঘর থেকে কিছুই বের করা যায়নি। আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা এসব ঘরে থাকতেন।’

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, ‘প্রথমে মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সারাবোর আরও দুটি ইউনিট যোগ দেয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।’


#tags: সারাক্ষণ_রিপোর্ট | গাজীপুর_আগুন | কলোনি_অগ্নিকাণ্ড | কোনাবাড়ী | ফায়ার_সার্ভিস | শ্রমিক_বাসস্থান