মঙ্গলবার (২ ডিসেম্বর) গভীর রাতে চট্টগ্রামসহ দেশের কয়েকটি এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৯।
ভূমিকম্পের সময় ও মাত্রা
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, রাত ১২টা ৫৫ মিনিটে এ ভূমিকম্পটি রেকর্ড করা হয়। হালকা হলেও দেশের দক্ষিণ-পূর্বাংশে কয়েক সেকেন্ডের কম্পন অনুভূত হয়।
উৎসস্থল
আবহাওয়া অধিদপ্তরের সিসমিক কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মিংগিন এলাকায়। আগারগাঁও সিসমিক সেন্টার থেকে এর দূরত্ব প্রায় ৪৩১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
#Bangladesh #Earthquake
সারাক্ষণ রিপোর্ট 



















