নিরাপত্তা উদ্বেগকে সামনে রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে এখনও অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চললেও ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো মন্তব্য আসেনি। সাংবাদিকদের একের পর এক প্রশ্ন সত্ত্বেও বাংলাদেশ ইস্যুতে মুখ খুলতে রাজি হননি বিসিসিআই সভাপতি মিথুন মানহাস।
রায়পুরে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান বিসিসিআই সভাপতি
বৃহস্পতিবার ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ দেখতে রায়পুরে যান বিসিসিআই সভাপতি। এ সময় স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে তাকে ঘিরে ধরেন সাংবাদিকরা। একাধিকবার প্রশ্ন করা হলেও তিনি কোনো জবাব না দিয়ে সামনে এগিয়ে যান। পরে সংক্ষিপ্তভাবে বলেন, তিনি এখানে শুধু ম্যাচ দেখতে এসেছেন। এই বক্তব্যেই তার অবস্থান সীমাবদ্ধ রাখেন তিনি।
নীরবতার পেছনে বিসিসিআইয়ের কৌশল
ক্রিকেট সংশ্লিষ্ট সূত্রের দাবি, বাংলাদেশ ইস্যুতে বিসিসিআইয়ের এই নীরবতা কৌশলগত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রকাশ্যে কিছু বলতে চায় না ভারতীয় বোর্ড। ফলে বিষয়টি নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেই চলছে বিসিসিআই।
আইসিসির সিদ্ধান্ত ও বাংলাদেশের ঘোষণা
এর আগের দিন বুধবার আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের অনুরোধ নাকচ করে দেয়। এই সিদ্ধান্তের পর বৃহস্পতিবার বাংলাদেশ সরকার ও বিসিবি ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ দল ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না।
বিশ্বকাপে খেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ
তবে পুরোপুরি আশা ছাড়ছে না বাংলাদেশ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, তারা এখনও বিশ্বকাপে খেলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার ভাষায়, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায়, তবে এই মুহূর্তে ভারতে নয়। বিকল্প হিসেবে শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ আয়োজনের দাবি জানিয়ে তারা যোগাযোগ অব্যাহত রাখবেন। দলের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি।
সারাক্ষণ রিপোর্ট 



















