বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (বিএনআরইউসিএসইউ) ও হল সংসদ নির্বাচন ভোটার তালিকায় গুরুতর ভুল, অসঙ্গতি ও অসম্পূর্ণ তথ্য পাওয়ায় নির্বাচন কমিশন সব কার্যক্রম স্থগিত করেছে। সোমবার বিকেল ৫টার দিকে প্রশাসনিক ভবনের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
ভোটার তালিকার ভুলে নির্বাচন স্থগিত
নির্বাচনি তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছিল রোববার (৩০ নভেম্বর) এবং নির্ধারিত সময় অনুযায়ী সোমবার বিকেল ৪টায় শেষ হয়। এর পরপরই নির্বাচন স্থগিতের ঘোষণা দেয় কমিশন।
সংবাদ ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার ড. মো. শহজামান এবং কমিশনারদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আমির শরীফ, মো. মাসুদ রানা, ড. মোহসিনা আহসান, মো. হাসান আলী এবং ড. প্রদীপ কুমার সরকার।
গুরুতর অসঙ্গতি ও অসম্পূর্ণ দলিল
নির্বাচন কমিশনার ড. মোহসিনা আহসান জানান, হলভিত্তিক ভোটার তালিকায় বড় ধরনের ভুল, ভুল তথ্য, অসম্পূর্ণ নথি এবং হল সংযুক্তিকরণ বিষয়ক রেজিস্ট্রার অফিস থেকে প্রেরিত তথ্যের অসঙ্গতি পাওয়া গেছে। এসব ত্রুটি সংশোধন না হওয়া পর্যন্ত মনোনয়নপত্র বিতরণসহ সব কার্যক্রম স্থগিত থাকবে।

তিনি বলেন, ভুল ও অসঙ্গতিপূর্ণ ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচন পরিচালনা করলে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, ন্যায্যতা ও গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে এবং প্রার্থীদের জন্য আইনি জটিলতা তৈরি করতে পারে।
তথ্য প্রেরণ ইচ্ছাকৃত কি না—উদ্বেগ কমিশনের
কমিশন প্রশ্ন তোলে—এ ভুল তথ্য ইচ্ছাকৃতভাবে পাঠানো হয়েছে কি না, যাতে নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি হয় বা তাদের কাজ বাধাগ্রস্ত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ বিষয়ে তদন্তের আহ্বান জানায় কমিশন। তারা জানায়, সঠিক নথি না পাওয়া পর্যন্ত কোনো চাপের কাছে নত না হয়ে নির্বাচন স্থগিতই থাকবে।
ভিসির প্রতিক্রিয়া
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকত আলী ভোটার তালিকার ভুলকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে তিনি মনে করেন, নির্বাচন কমিশন হয়তো কার্যক্রম স্থগিত না করে প্রক্রিয়া চালিয়ে গেলে ভালো হতো।
#tag
BRUCSU নির্বাচন স্থগিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভোটার তালিকা সারাক্ষণ রিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 


















